পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পূর্ণিমায়



 দেখি দেখি আরো দেখি
 অসীম উদার শূন্যে
আরো দূরে—আরো দূরে যাই-
 দেখি আজি এ অনন্তে
 আপন হারায়ে ফেলে
আর যেন খুজিয়া না পাই।—
 তোমরা চাহিয়া থাক
 জোছনা-অমৃত পানে
বিহবল বিলীন তারাগুলি।
 অপার দিগন্ত ওগো,
 থাক এ মাথার পরে
দুই দিকে দুই পাখা তুলি।

 গান নাই কথা নাই
 শব্দ নাই স্পর্শ নাই
নাই ঘুম নাই জাগরণ। —
 কোথা কিছু নাহি জাগে
 সর্ব্বাঙ্গে জোছনা লাগে
সর্ববাঙ্গ পুলকে অচেতন।
 অসীমে সুনীলে শূন্যে
 বিশ্ব কোথা ভেসে গেছে
তারে যেন দেখা নাহি যায়—

২৪৫