পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃশ্য
গুহা
সন্ন্যাসী

কোথা দিন, কোথা রাত্রি, কোথা বর্ষ মাস !
অবিশ্রাম কালস্রোত কোথায় বহিছে
সৃষ্টি যেথা ভাসিতেছে তৃণপুঞ্জ সম!
আঁধারে গুহার মাঝে রয়েছি একাকী,
আপনাতে বসে আছি আপনি আটল।
অনাদি কালের রাত্রি সমাধি-মগন
নিশ্বাস করিয়া রোধ পাশে বসে আছে।
শিলার ফাটল দিয়া বিন্দু বিন্দু করি
ঝরিয়া পড়িছে বারি আর্দ্র গুহাতলে ।
স্তব্ধ শীতজলে পড়ি অন্ধকার মাঝে
গোপনে প্রাচীন ভেক রয়েছে ঘুমায়ে।