পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ একদল মালিনীর প্রবেশ গান বুঝি বেলা বহে যায়, কাননে আয়, তোরা আয় । আলোতে ফুল উঠ ল ফুটে ছায়ায় ঝরে পড়ে যায়। সাধ ছিলরে পরিয়ে দেব মনের মতন মালা গেথে, কই সে হল মালা গাথা কই সে এল হায়, যমুনার ঢেউ যাচ্চে বয়ে বেলা চলে যায় । পথিক । কেন গো এত দুঃখ কিসের । মালা যদি থাকে ত গলাও ঢের আছে । মালিনী । হাড়কাঠও ত কম নেই। ২য় মালিনী । পোড়ারমুখে মিন্সে, গরু বাছুর নিয়েই আছে । আর, আমি যে গলা ভেঙে মরচি, আমার দিকে একবার তাকালেও না ! ( কাছে গিয়া গা ঘেঁসিয়া ) মর মিন্সে, গায়ের উপর পড়িস্ কেন ? সেই লোক । গায়ে পড়ে ঝগড়া কর কেন ! আমি সাত হাত তফাতে দাড়িয়েছিলুম। ২য় মালিনী। কেনে গা! আমরা বাঘ না ভাল্লুক ! না হয় একটু কাছেই আসতে ! খেয়ে ত ফেলতুম না। (হাসিতে হাসিতে সকলের প্রস্থান ) 있어난