পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ ১ । বেটা এখনো জাগলনারে। ২। বিষম ভারী। একজন পথিক । কেহে, কাকে নিয়ে যাও ! ৩। বিন্দে তাতি মড়ার মত ঘুমচ্ছিল, বেটাকে খাট স্বদ্ধ উঠিয়ে এনেছি। সকলে । হরি বোল—হরি বোল। ২। আর ভাই বইতে পারিনে একবার বাকী দাও, শালা জেগে উঠুক। বিন্দে। (সহসা জাগিয়া উঠিয়া ) অ্যা অ্যা উ উ । ৩ । ওরে, শব্দ করে কেরে । বিন্দে। ওগো, ওগো, একি ! আমি কোথায় যাচ্চি ! সকলে । (খাট নামাইয়া) চুপ কর বেটী । ২ । শালা মরে গিয়েও কথা কয় । ৪ । তুই যে মরেচিস্ রে ! হাত পা গুলো সিদে করে চীৎ হয়ে পড়ে থাক । বিন্দে। মরিনি, আমি ঘুমচ্ছিলুম। ৫ । মরিচিস তোর হুস নেই, তুই তর্ক করতে বস্লি ! এম্বি বেটার বুদ্ধি বটে। ৬ । ওর কথা শোন কেন । বিপদে পড়ে এখন মিথ্যে কথা বলচে । ৭। মিছে দেরী কর কেন ? ও কি আর কবুল করবে ? চল ওকে পুড়িয়ে নিয়ে আসিগে । ミbrひ