পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সন্ধ্যা-সঙ্গীত


সে কি কভু ভেবেছিল মনে-
(এত গর্ব্ব আছিল কি তার)
আপনারে নিভাইয়া তোমাদের করিবে আঁধার?

গেল, গেল, ডুবে গেল, তারা এক ডুবে গেল,
আঁধার সাগরে——
গভীর নিশীথে,
অতল আকাশে।
হৃদয়, হৃদয় মোর, সাধ কিরে যায় তোর
ঘুমাইতে ওই মৃত তারাটির পাশে,
ওই আঁধার সাগরে,
এই গভীর নিশীথে,
ওই অতল আকাশে?

১৬