পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ ( প্রকাশে ) যাই বৎসে, গুহা মাঝে করিগে প্রবেশ, একবার বসি গিয়ে সমাধি আসনে । বালিকা। ফিরিবে কখন পিতা ? সন্ন্যাসী । কেমনে বলিব, ধ্যানে মগ্ন নাহি থাকে সময়ের জ্ঞান । ( প্রস্থান ) बछे छू*ा অপরাহ গুহ্যদ্বারে সন্ন্যাসীর প্রবেশ বালিকা। এলে তুমি এতক্ষণে, বসে আছি হেথা, পিতা, আমি তোমা তরে গিয়েছিলু বনে, এনেছি আঁচল ভরে ফল ফুল তুলে । দেখ চেয়ে কি সুন্দর রাঙা দুটি ফল ! সন্ন্যাসী। (হাসিয়া ) দিতে চাস যদি বাছ, দে তবে যা খুসী। মোর কাছে কিছু নাই সুন্দর কুৎসিত। ૨જે ૨