পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ এক মুঠ ফুল যদি ভালো লাগে তোরে এক মুঠ ধূলা সেও কি করিল দোষ ? ভালো মন্দ কেন লাগে ? সবি অর্থহীন । আজ বৎসে, সারাদিন কাটালি কি করে ? বালিকা। ওই দেখ—চুপি চুপি এস এই দিকে। সন্ন্যাসী । সারাদিন মোর সাথে খেলা করে করে সাঝেতে লতাটি মোর ঘুমিয়ে পড়েছে। লুইয়ে পড়েছে ভুয়ে কচি ডালগুলি, পাতাগুলি মুদে গেছে জড়াজড়ি করে। এস পিতা, এই খেনে বস এর কাছে— ধীরে ধীরে গায়ে দাও হাতটি বুলিয়ে । (স্বগত ) একিরে মদিরা আমি করিতেছি পান । এ কি মধু-অচেতনা পশিছে হৃদয়ে ! একিরে স্বপন ঘোরে ছাইছে নয়ন ! আবেশে পরাণে আসে গোধূলি ঘনায়ে । পড়িছে জ্ঞানের চোখে মেঘ আবরণ। ধীরে ধীরে মোহময় মরণের ছায়া কেনরে আমারে যেন আচ্ছন্ন করিছে । (সহসা ফুল ফল ছিড়িয়া ফেলিয়া, ভূমিতে পদাঘাত করিয়া) দূর হোক—এ সকল কিছু ভালো নয়— ૨૭૭