পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ জগৎ-চক্রের মাঝে যেতেছি পড়িতে— চারিদিকে জড়াইছে অশ্রুর বঁাধন, প্রতিদিন কমিতেছে চরণের বল । যাক ছিড়ে ! গেল ছিড়ে । চল, ছুটে চল । চল দূরে—যত দূরে চলেরে চরণ । কেও আসে অশ্রুনেত্রে শূন্ত গুহা মাঝে, কেওরে পশ্চাতে ডাকে পিতা পিতা বলে — ছি ড়ে ফেল—ভেঙে ফেল চরণের বাধা— হেথা হতে চল ছুটে আর দেরী নয় । TAAASAASAASAAAS একাদশ দৃশ্র্য পথে সন্ন্যাসী এসেছি অনেক দূরে—আর ভয় নাই – পায়েতে জড়াল’ লতা, ছিন্ন হয়ে গেল । সেই মুখ বারবার জাগিতেছে মনে । সে যেন করুণ মুখে মনের দুয়ারে বসে বসে কাদিতেছে ডাকিতেছে সদা । যতই রাখিতে চাই দুয়ার রুধিয়া— ○のしや