পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ ক্রমে ক্রমে অন্ধকার মিলাইয়া যায়, জগতের দৃশ্য ধীরে ফুটে ফুটে ওঠে— গাছপালা সূৰ্য্যালোক, গৃহ, লোক জন,— কোথা হতে জেগে ওঠে গুহার মাঝারে । সদা মনে হয় বালা কোথায় না জানি, হয়ত সে গেছে চলে নগরে ভ্ৰমিতে, হয়ত কে অনাদর করেছে তাহারে, এসেছে সে র্কাদ কঁদ মুখখানি করে আবার বুকের কাছে লুকাইতে মাথা । এইখেনে সব বুঝি শেষ হয়ে গেল । মিছে ধ্যান মিছে জ্ঞান, মিছে তাশা মোর ! আকাশ-বিহারী পাখা উড়িত আকাশে— মাটি হতে ব্যাধ তারে মারিয়াছে বাণ, ক্রমেই মাটির পানে যেতেছে পড়িয়া— ক্রমেই দুর্বলল দেহ, শ্রান্ত ভগ্ন পাখা, ক্রমেই আসিছে নুয়ে অভ্ৰভেদী মাথা । ধূলায় মৃত্যুর মাঝে লুটাইতে হবে— লৌহপিঞ্জরের মাঝে বসিয়া বসিয়া আকাশের পানে চেয়ে ফেলিব নিশ্বাস । তবে কি রে আর কিছু নাইক উপায়। বালিকা। দেখ পিতা লতাটিতে কুঁড়ি ধরিয়াছে, প্রভাতের আলো পেলে উঠিবে ফুটিয়া । ○>○