পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ নারে না—তা হবে নারে—এখনো যুঝিব— এখনো হইব জয়ী চিড়িব শৃঙ্খল। (সন্ন্যাসীর সবেগে গুহা হইতে বহির্গমন ও মূচ্ছিত হইয়া বালিকার পতন ) _: ত্রয়োদশ দুশু। অরণ্য ঝড়বৃষ্টি—রাত্রি সন্ন্যাসী। কেওরে করুণকণ্ঠে করে আর্তনাদ, এখনো কানেতে কেন পশিছে আসিয়া ? প্রলয়ের শব্দে আজি কঁাপিছে ধরণী, বজদন্ত কড়মড়ি ছুটিতেছে ঝড়, ক্ষুব্ধ সমুদ্রের মত আঁধার অরণ্য তরুর তরঙ্গ লয়ে উঠিছে পড়িছে । তবুও ঝটিকা, তোর বজগীত গেয়ে ক্ষুদ্র এক বালিকার ক্ষীণ-কণ্ঠধ্বনি পারিলিনে ডুবাইতে ? এখনো শুনি যে । ওই যে সে কাদিতেছে করুণ স্বরেতে নিশীথের বুক ফেটে উঠিছে সে ধ্বনি। \ర్ఫి a