পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
১৫

বার বার সখি বারণ করনু
ন যাও মথুরা ধাম।
বিসরি প্রেমদুখ, রাজভােগ যথি
করত হমারই শ্যাম।
ধিক্ তুঁহুঁ দাম্ভিক, ধিক্‌ রসনা ধিক,
লইলি কাহারই নাম?
বােল ত সজনি, মথুরা-অধিপতি,
সােকি হমারই শ্যাম?
ধনকো শ্যাম সাে, মথুরা পুরকো,
রাজ্য মানকো হোয়,
নহ পীরিতিকো, ব্রজ কামিনীকো,
নিচয় কহনু ময় তােয়।
যব, তুঁহুঁ ঠাববি, সাে নব নরপতি
জনিরে করে অবমান,
ছিন্ন কুসুমসম ঝরব ধরাপর,
পলকে খােয়ব প্রাণ।
বিসরল বিসরল সাে সব বিসরল
বৃন্দাবন সুখসঙ্গ,
নব নগরে সখি নবীন নাগর
উপজল নব নব রঙ্গ।

৩৫৩