পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী

রাধা-হৃদয় তু কবহু ন তােড়বি,
হিয়-হিয় রাখবি অনুদিন অনুখণ
অতুলন তোঁহার লেহ।
দূর সঙে তুহু বাঁশি বাজাওসি,
অমুখণ ডাকসি, অনুখণ ডাকসি
রাধা রাধা রাধা,
দিবস ফুরাওল, অবহু ম যাব,
বিরহ তাপ তব অবহু ঘুচাও,
কুঞ্জ-বাটপর অবহু ম ধাওব
সব কছু টুটইব বাধা।
গগন সঘন অব, তিমির মগন ভব,
তড়িত চকিত অতি, ঘাের মেঘ রব,
শাল তাল তরু সভয়-তবধ সব,
পন্থ বিজন অতি ঘাের,
একলি যাওব তুঝ অভিসারে,
যাক পিয়া তুহু কি ভয় তাহারে,
ভয় বাধা সব অভয় মূর্তি ধরি,
পন্থ দেখাওব মাের।
ভানুসিংহ কহে “ছিয়ে ছিয়ে রাধা
চঞ্চল হৃদয় তােহরি,
মাধব পহু মম, পিয় স মরণসে
অব তুহু দেখ বিচারি।”

৩৫৬