পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সন্ধ্যা-সঙ্গীত


পারিনে শুনিতে আর, এক্-ই গান, এক্-ই গান
কখন্ থামিবি তুই, বল্ মোরে-বল্ প্রাণ!
একেলা ঘুমায়ে আছি-
সহসা স্বপন টুটি
সহসা জাগিয়া উঠি,
সহসা শুনিতে পাই-
হৃদয়ের এক ধারে-
সেই স্বর ফুটিতেছে-
সেই গান উঠিতেছে-
কেহ শুনিছে না যবে
চারিদিকে স্তব্ধ সবে
সেই স্বর, সেই গান-
অবিরাম অবিশ্রাম
অচেতন আঁধারের শিরে শিরে চেতনা সঞ্চারে!
দিবসে মগন কাজে, চারিদিকে দলবল,
চারিদিকে কোলাহল।
সহসা পাতিলে কান, শুনিতে পাই সে গান;
নানাশব্দময় সেই জনকোলাহল।
তাহারি প্রাণের মাঝে একমাত্র শব্দ বাজে,
এক সুর, এক ধ্বনি, অবিরাম-অবিরল-
যেন সে কোলাহলের হৃদয়স্পন্দন-ধ্বনি-
সমস্ত ভুলিয়া যাই, বসে বসে তাই গণি!

২৬