পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সংগ্রাম-সঙ্গীত

ফিরে নেব হারানো সঙ্গীত,
ফিরে নেব মৃতের জীবন,
জগতের ললাট হইতে
আঁধার করিব প্রক্ষালন।
আমি হব গ্রামে বিজয়ী,
হৃদয়ের হবে পরাজয়
জগতের দূর হবে ভয়।
হৃদয়েরে রেখে দেব বেঁধে,
বিরলে মরিব কেঁদে কেঁদে।
দুঃখে বিঁধি কষ্টে বিধি জর্জ্জর করিব হৃদি
বন্দী হয়ে কাটাবে দিবস,
অবশেষে হইবে সে বশ,
জগতে রটিবে মোর যশ।
বিশ্বচরাচরময়  উচ্ছ্বসিবে জয় জয়
উল্লাসে পূরিবে চারিধার,
গাবে রবি, গাবে শশী, গাবে তারা শূন্যে বসি
গাবে বায়ু শত শত বার।
চারিদিকে দিবে হুলুধ্বনি,
বরষিবে কুসুম-আসার,
বেঁধে দেব বিজয়ের মালা
শান্তিময় ললাটে আমার।


৬৩