পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৯৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রভাত-সঙ্গীত

জগৎ যে তোর মুদিয়া আসিল,
ফুটিতে নারিল আর,
প্রভাত হইলে প্রাণের মাঝারে
ঝরে না শিশিরধার।
জড়িত কুঞ্চিত বলিত হৃদয়ে
পশে না রবির কর,
নয়নে তাহার আলোক সহে না
জোছনা দেখিলে ডর।
কালো কীট ওরে শুধু তোরে নিয়ে
মরণ পুষিছে প্রাণে,
অশ্রুকণা তোর জ্বলিছে তাহার
মরমের মাঝখানে।
ফেলিস্‌ নিশাস, মরুর বাতাস,
জ্বলিস্‌ জ্বালাস্‌ কত,
আপন জগতে আপনি আছিস
একটি রোগের মত।
হৃদয়ের ভার বহিতে পারে না,
আছে মাথা নত করে,
ফুটিবে না ফুল, ফলিবে না ফল,
শুকায়ে পড়িবে মরে।
তুই শুধু সদা কাঁদিতে থাকিবি
মৃত জগতের মাঝে,

৮০