পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৯৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রভাত-সঙ্গীত

আপনার স্নেহে কাতর বচন
কহিস্ আপন কানে।
দিবসরজনী মরীচিকা-সুরা
কেবলি করিস্ পান;
বাড়িতেছে তৃষা—বিকারের তৃষা
ছটফট করে প্রাণ।
দাও দাও বলে সকলি যে চাস্,
জঠর জ্বলিছে ভুখে,
মুঠি মুঠি ধূলা তুলিয়া লইয়া
কেবলি পূরিস্ মুখে।
নিজের নিশাসে কুয়াশা ঘনায়ে
ঢেকেছে নিজের কায়া,
পথ আঁধারিয়া পড়েছে সমুখে
নিজের দেহের ছায়া।
ছায়ার মাঝারে দেখিতে না পাও,
শব্দ শুনিলে ডরো—
বাহু পসারিয়া চলিতে চলিতে
নিজেরে আঁকড়ি ধরো।
মুখেতে রেখেছ আঁধার গুঁজিয়া,
নয়নে জ্বলিছে রিষ,
সাপের মতন কুটিল হাসিটি,
দশনে তাহার বিষ।

৮২