পাতা:কাশীদাসী মহাভারত.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আত্মানং দর্শয়ামাস শরদিন্দুসমপ্রভাং।

 দুর্যোধন শত ভাই ভীষ্ম কর্ণ দ্রোণ।
 কলিঙ্গ কামদ মৎস পাঞ্চাল-নন্দন।।
 রাজচক্রবর্ত্তী জরাসন্ধ মহাতেজে।
 স্বয়ংবরে গেল আশী সহস্রেক রাজা।।
 হেনমতে রাজগণ করিল গমন।
 ভগদত্ত ভূপতি করিল নিবেদন।।
 এইমত মৎস্য লক্ষ্য উচ্চার্দ্ধ যোজন।
 এই ধনুর্ব্বাণে বিন্ধিবেক যেইজন।।
 সেই মম কন্যা লভিবেক ভানুমতী।
 এত বলি কন্যা আনাইল শীঘ্রগতি।।
 ভানুর প্রকাশে যেন তিমির বিনাশ।
 ভানুমতী-রূপে যেন করিল প্রকাশ।।
 দেখিয়া মোহিত হৈল যত রাজগণ।
 ষোড়শ কলাতে যেন চন্দ্রের শোভন।।
 তবে যত রাজগণ উঠি একে একে।
 কারো শক্তি গুণ দিতে নারিল ধনুকে।।
 জরাসন্ধ মহারাজ ধনুক লইয়া।
 বহু শক্তি দিল গুণ ধনু নোঙাইয়া।।
 লক্ষ্যের উদ্দেশ্যে বাণ এড়িল ভূপতি।
 নারিল বিন্ধিতে লক্ষ্য তাহার শকতি।।
 লক্ষ্য পরশিয়া বাণ পড়িল ভূতলে।
 সে লাজ পাইয়া ধনু হাত হৈতে ফেলে।।
 যত সব রাজগণ হইল বিমুখ।
 কারো শক্তি নোঙাইতে নারিল ধনুক।।
 সবারে বিমুখ দেখি প্রাগদেশপতি।
 করযোড়ে কহে সব ভূপতির প্রতি।।
 কেহ পারে লক্ষ্য বিবন্ধিতে রাজন।
 আজ্ঞা কর কোন্ কর্ম্ম করিব এখন।।
 রাজগণ বলে শক্তি নাই মো-সবার।
 উপায় করহ চিত্তে যে হয় বিচার।।
 যে পারিবে সে ল্অইবে তোমার কুমারী।
 কারো শক্তি তারে কিছু বলিতে না পারি।।
 এত শুনি কহিতে লাগিল ভগদত্ত।
 অস্ত্রধারী হইয়া আছয়ে ইথে যত।।
 এই ভাষা পুনঃ পুনঃ বলিল রাজন্।
 শুনিয়া উঠিল তবে বীর বৈকর্ত্তন।।
 আকর্ণ পূরিয়া ধনু দিলেন টঙ্কার।
 লক্ষ্যের উদ্দ্যেশে বাণ করিল প্রহার।।
 মহাপরাক্রম কর্ণ হয় দৃষ্টিভেদী।
 এক বাণে মৎস্যচক্র ফেলাইল ছেদি।।
 দেখি হৃষ্টমতি তবে হৈল ভানুমতী।
 কর্ণগলে মাল্য দিতে যায় শীঘ্রগতি।।
 পাছু হৈয়া মাল্য দিতে কর্ণ নিবারিল।
 দেখিয়া সকল রাজা বিস্মিত হইল।।
 রহ রহ বলি ডাকে জরাসন্ধ রাজা।
 শুনিয়া বলিল সূর্য্যপুত্ত্র মহাতেজা।।
 কর্ণ বলে লক্ষ্য বিন্ধিলাম এ সভাতে।
 ভানুমতী আইল আমারে মালা দিতে।।
 মৈত্র হেউ আমি তারে করিনু বারণ।
 তুমি নিবারহ তারে কিসের কারণ।।
 জরাসন্ধ বলে অর্দ্ধভাগী হই আমি।
 মম গুণ দিয়া ধনু বিন্ধিয়াছ তুমি।।
 গুণ দিলে ধনুক অর্দ্ধেক হয় তার।
 হয় কিনা বুঝ সবে করিয়া বিচার।।
 এত শুনি কহিলেন যতেক ভূপতি।
 সত্য কহিলেন জরাসন্ধ মহামতি।।
 গুণদাতা জনের অর্দ্ধেক অধিকার।
 ভানুমতী উপরে স্বামিত্ব দোঁহাকার।।
 এক্ষণে ইহার এই দেখি যে বিধান।
 দোঁহাকার মধ্যে যে হইবে বলবান।।
 ভানুমতী কন্যা লভিবেন সেইজন।
 এইমত কহিল সকল রাজগণ।।
 শুনি কর্ণ ডাকি বলে জরাসন্ধ প্রতি।
 মিথ্যা দ্বন্দ্ব অকারণে কর নরপতি।।
 কন্যালোভে দ্বন্দ্ব এবে কর অকারণে।
 ইহার উচিত ফল পাবে মম স্থানে।।
 গুণ দিতে ধনু আমি পারি শতবার।
 হেন লক্ষ্য বিন্ধিবারে ক্ষমতে আমার।।
 আবার তথায় লক্ষ্য রাখ ল'য়ে পুনঃ।
 পুনঃ আমি বিন্ধিব ধনুকে দিয়া গুণ।।
 নতুবা আইস দোঁহে করিব সমর।
 এত বলি দাকে বীর কর্ণ ধনুর্দ্ধর।।