পাতা:কাশীদাসী মহাভারত.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3) Sog কতক্ষণে রথ ল’য়ে আইল মাতলি । ঘোর মেঘ মধ্যে যেন স্থগিত বিজলী ॥ বায়ুবেগে অদ্ভূত তুরঙ্গ রথ বয় । নিশাকালে হৈল যেন রবির উদয় ॥ ভাকিয় মাতলি বলে অর্জুনের প্রতি । ইন্দ্রের আজ্ঞায় রথে চড় শীঘ্ৰগতি ॥ তোম দরশন বাঞ্ছা করে দেবরাজ । আর যত উপস্থিত দেবের সমাজ ॥ আনন্দে করেন পাণ্ডু রথ আরোহণ । মাতলি চালায় রথ পবন গমন ॥ পথেতে দেখিল পার্থ দেবথমিগণ । বিমানেতে আরোহণ যত পুণ্যজন ॥ বিস্ময় মানিয়া জিজ্ঞাসিলেন অর্জন । কহ শুনি মাতলি এ সব কোন জন ॥ রাজসূয় অশ্বমেধ আদি যত কৈল । সম্মুখ সংগ্রাম করি শরীর ছাড়িল ৷ সত্যবাদী জিতেন্দ্রিয় বহু দান দিল । দেবপূজা উগ্ৰতপ তীর্থস্নান কৈল ॥ সেই সব জন এই বিমানে বিহরে । বিন পুণ্যে নাহি শক্তি আসিতে স্বগেরে ॥ তার বলি ত্ৰৈলোক্যেতে ঘোষয়ে মানুসে । পুণ্যক্ষয় হ’য়ে গেল হের দেখ গলে ॥ হর পীয়ে মাংস খায় গুরুদার হরে । কদাচিৎ সে জন না আসে স্বৰ্গপুরে ॥ অনন্দে অর্জন সব করেন দর্শন । কোটি কোটি বিমানে বিহরে পুণ্যজন। সিদ্ধ সাধ্য সেসব দেব মরুত অনল । সপ্তবস্থ রুদ্রগণ আদিত্য সকল ॥ দিলীপ নহুম আদি যত মহামতি । দেবঞ্চষি রাজঋষি বহু সিদ্ধ যতি ॥ অৰ্জ্জুনে দেখিয়া জিজ্ঞাসিল সৰ্ব্বজন । কহ ত মাতলি এই কাহার নন্দন ॥ পরিচয় দিয়। তবে মাতলি চলিল । বায়ুবেগে ইন্দ্রালয়ে উপনীত হৈল ॥ ইন্দ্রের বিচিত্র সভা বর্ণনে না যায় । শত চন্দ্র শত সূৰ্য্য যেমন উদয় ॥ জলশ্চির্তী মধ্যগতং ঘোরদংষ্ট্ৰাং করালিনীং । [ भशडांब्रड রথ হৈতে নামিয়া চলেন নরবর। দুই হাত ধরিয়া তুলিল পুরন্দর ॥ আলিঙ্গন চুম্ব দিল মস্তক উপর । আসনেতে বসাইল সভার ভিতর ॥ ইন্দ্র বিনা বসিবারে নারে অন্যজন । দেবঞ্চমি মান্য যেই ইন্দ্রের আসন ॥ এমত আসনে ইন্দ্র বসাইল কোলে । মুহুর্মুহু সহস্ৰেক নয়নে নেহ’লে ৷ তাসনে বসিয়া পার্থ পাইলেন শোভা ; সৌদামিনী কোলে যেন দ্বিতীয় মঘব । পুণ্যকথা ভারতের আনন্দ-লহরী। শুনিলে অধৰ্ম্ম ক্ষয় পরলোক তরি । ইন্দ্রসভায় উৰ্ব্বশ চ ত্যাদির • ̆5{-%ዥ፰ ! হেনকালে শতক্রতু, লর্জনের প্রীতি : আজ্ঞা কৈল নুত্যের কারণ । বিশ্বাবস্তু ছাহ হুহু, ইত্যাদি গন্ধৰ্ব্ব চিত্ৰসেন তুম্বরু গায়ন ॥ নানা ছন্দে বাদ্য বায়, মধুর সুন্দর । নৃত্য করে যতেক অপসর । উৰ্ব্বশী ঘৃতাচী গৌরী, মিশ্রকেশী বিভ: সহজন্য। মধুর স্থম্বর ॥ গীত বাদ্যে সবে, মোহিত যতেক । আনন্দিত হইল স্থরগণ । অর্জুনের মানমুখ, ভাবিয়া পূৰ্ব্বের । - ভ্রাতৃমাতৃ করিয়া স্মরণ ॥ ক্ষণেক নয়নকোনে, চাহিল৷ উৰ্ব্বশী প্ৰ - জানিলেন সহস্ৰলোচন । নৃত্য গীত নিবারিল, সবারে বিদায় নিজধামে গেল দেবগণ ॥ অৰ্জ্জুনের প্রতি উৰ্ব্বশীর অভিশাপ চিত্ৰসেন ডাকিয় বলিল পুরন্দর । পার্থেরে রহিতে স্থল দেহ মনোহর ॥