পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

O4 e ধাৰ্ম্মিক বানর তুমি বৃদ্ধ পুরাতন । অনীতি করিতে যুক্তি দাও কি কারণ ॥ শুনিয়াছি শাস্ত্রে হেন আছে বিবরণ। যত্র জীব তত্র শিল জপে নারায়ণ ॥ দেখিয়া শুনিয়া কেন করিব দুর্নীতি । লঙ্ঘিয়া যাইতে বল নাহি ধৰ্ম্মে মতি ৷ হনুমান বলিলেন আমি যে বানর । ধৰ্ম্মাধৰ্ম্ম জ্ঞান কোথা পশুর গোচর ॥ তবে ভীম অবজ্ঞা করিয়া বাম হাতে । ধরিয়া তুলিতে যান নারিলা তুলিতে ॥ বিস্ময় মানিয়। তবে বীর বৃকোদর। শক্ত করি ধরিলেন দিয়া দুই কর ॥ যতেক আপন শক্তি কৈল প্রাণপণ । মহাশ্রমে নাড়িতে নারিল কদাচন ॥ বহিল অঙ্গেতে ঘাম হইল ফ*পর । বিনয় পূর্বক কয় যুড়ি দুই কর ॥ কে তুমি দেবতা যক্ষ গন্ধৰ্ব্ব কিন্নর । রাক্ষস মনুষ্য কিংবা হবে নাগেশ্বর ॥ জানিলাম মম দপ নাশিতে বিশেষে । ছলিতে আইলে বৃদ্ধ বানরের বেশে ॥ চন্দ্রবংশে জন্ম রাজা পাণ্ডু মহামতি । উার ক্ষেত্রে জন্ম মম পবন-সন্ততি ॥ ভীমসেন নাম মম জান মহাশয় । মম জ্যেষ্ঠ যুধিষ্ঠির_ধৰ্ম্মের তনয় ॥ রাজ্য ধন নিয়া শক্র পাঠাইল বনে । তপস্বীর বেশে ভ্ৰমি ভাই পঞ্চজনে ॥ কহিলাম নিজ কথা তোমার অগ্ৰেতে । সম্প্রতি যাইব গন্ধমাদন পর্ববতে ॥ আনিব মুবর্ণ পদ্ম ঈশ্বরের হেতু । পাঠাইয়া দিল মোরে ভাই ধৰ্ম্মসেতু ॥ এতেক কহিল যদি ভীম মহামতি । প্রসন্ন হইয়। তবে কহিল মারুতি ॥ জিজ্ঞাসিলে শুনহ আমার বিবরণ । কেশরীর ক্ষেত্র জন্ম পবন-নন্দন ॥ রামকার্ষ্য হেতু মোরে স্বজিল বিধাতা। হুমুমান নাম মোর রাখিলেন পিত্তা ॥ মন্দস্মিতং নিজগুরুং কারুশো এতেক শুনিয়া তবে তীম মহাবল । দণ্ডবৎ হইয়া পড়িল ভূমিতল ॥ বলিলেন অপরাধ ক্ষমহ গোসাই । যুধিষ্ঠির তুল্য তুমি মম জ্যেষ্ঠ ভাই ॥ নিজ মূৰ্ত্তি মহাশয় করিয়া প্রকাশ । পুরাও আমার যে মনের অভিলাষ । শুনিয়া হাসিয়া তবে হনুমান বীর । দেখিতে দেখিতে হৈল পূর্বের শরীর। মনের আবেশে বাড়ে বীর হনুমন্ত । কি দিব উপমা যেন পৰ্ব্বত জ্বলন্ত । মূৰ্ছাগত হৈয়া ভাম পড়ে ভূমিতলে । তথাপিও মহাবীর বাড়ে কুতুহলে ॥ উদ্ধে লক্ষ যোজন হইল পদ নৰ্থ । ব্ৰহ্মাণ্ড উপরে গিয়া ঠেকিল মস্তক ॥ বিশেষে দেখিয়া দুঃখ বীর বৃকোদর। পূৰ্ব্বমত ক্ষুদ্র দেহ হৈল মায়াধর । আশ্বাসিয়া ভীমেরে করিল সচেতন । মৃতদেহে সঞ্চারিল যেমন জীবন ॥ বৃকোদর কহে দাণ্ডাইয়া যোড়করে । বিস্তর বিনয় করি বানর-ঈশ্বরে ॥ তোমার চরণে মম এই নিবেদন । আমার পরম শক্র আছে দুৰ্য্যোধন ; বনবাস উপশমে যদি যুদ্ধ হয় । সেইকালে সাহায্য করিব মহাশয় ॥ ভীমের সহিত যক্ষগণের যুদ্ধ ও পুষ্প আহরণ : অতঃপর ভীম, পরাক্রমে যম, চলিল উত্তর পথে । দুই ভিতে যত, আছয়ে পৰ্ব্বত, নানাবণ বৃক্ষ তাতে ॥ পরম কৌতুকে, আপনার নখে, স্বচ্ছন্দে গমনে যায় । মহাবলবান, কি করে সন্ধান, কে বুঝিবে অভিপ্রায় ॥ কত দিনান্তর, । গন্ধ গিরিবর, বন উপৰন শোভা ।