পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VOb- e মুচ্যতে সর্বপাপেভ্যে ৰিকুলোকং স গচ্ছতি মহাভাক ৰলরাম নারায়ণ, সম্বোধিয়া পঞ্চজন, ধৰ্ম্ম কন মুছভাষে, অবশ্য যাইবেল জিজ্ঞাসেন কুশল বারত । রাখিবে আমার প্রতি মন । শুনিয়া কছেন ধৰ্ম্ম, হইল যতেক কৰ্ম্ম পূর্বের্বর বৃত্তান্ত সব কথা ॥ শুনি রাম যদুপতি, আনন্দ প্রসন্ন মতি, প্রশংসা করেন পার্থ বীরে । তবে তার কতক্ষণে, চলিলেন সৰ্ব্বজনে, স্নান হেতু প্রভাসের তীরে ॥ জলক্রীড়া করি সবে, আসিয়া আশ্রমে তৰে, ভোজন করেন পরিতোষে । যথা সুখে আচমন, করি শেষে সৰ্ব্বজন, বসিলেন হরিষ মানসে ॥ হেনকালে যত্নবীর, সম্বোধিয়া যুধিষ্ঠির, কহিলেন সুমুধুর বাণী । cতামার ভাগ্যের কথা, এমনি করিল ধাতা, বনেতে হস্তিন তুল্য মানি ॥ যতেক দেখহ কৰ্ম্ম, সকলের সার ধৰ্ম্ম, ধৰ্ম্মবলে ধৰ্ম্মী বলবন্ত । অধৰ্ম্মী যেজন হয়, চিরদিন নাহি রয়, অল্পদিনে অধৰ্ম্মীর অন্ত ॥ সত্য জেন মহাশয়, তোমার এ দুঃখ নয়, বহু দুঃখে দুঃখী দুর্য্যোধন । বিপুল বৈভব যত, নিশার স্বপন মত, অল্পদিনে হইবে নিধন ॥ কৃষ্ণের বচন শুনি, সত্য সত্য যত মুনি, কহিল ধর্মের সমিধান । নিশ্চয় জানিবে তুমি, ভবিষ্য কহিমু আমি, অল্পদিনে ক্ষয় দুৰ্য্যোধন ॥ আশীৰ্ব্বাদ করি তবে, যথাস্থানে গেল সবে, বন্ধুগণ হইয়া বিদায় । আশ্বাসিয়া সৰ্ব্বজনে, গেল সবে নিজ স্থানে, দুঃখিত অন্তর ধৰ্ম্মরায় ॥ ভবে রাম নায়ায়ণ, সম্বোধিয়া পঞ্চজন, চাহিলেন বিদায় বিনয়ে । আজ্ঞা কর ধৰ্ম্মপতি, কহ যদি প্রসন্ন হৃদয়ে ॥ কি আর কহিব আমি, সকলি জানহ । দুই চক্ষু রাম নারায়ণ ॥ * হেন করি সম্বিধান, বিদায় হুইয়। : রেবতীর সত্যভামাপতি । রথে চড়ি সবান্ধবে, নানা বাদ্যমহোং উপনীত যথা দ্বারাবতী ॥ সবে গেল নিজ ঘর, হেথা পঞ্চ সহো কাম্যবনে করিয়া আশয় । জপ যজ্ঞ নানা ব্রত, নানা ধৰ্ম্ম অবি করে নিত্য আনন্দ-হৃদয় ॥ বনেতে বিচিত্র কথা, ব্যাসের রচিত গা বর্ণিবারে কাহার শকতি । গীতছন্দে অভিলাষ, ভণে দ্বৈপায়ন ল' কৃষ্ণপদে মাগিল-ভকতি ॥ দুৰ্য্যোধনের সপৰিবারে প্র ভাস-তীর্থ যা হ: জন্মেঞ্জয় বলে মুনি কর অবধান ! শুনিতে রাসন বড় ইহার বিধান ! সৰ্ব্বজন গেল যদি হইয়। বিদায় । কি কৰ্ম্ম করিল সবে রহিল। কোথায় ? মুনি বলে অবধান কর কুরুবর । কৃষ্ণা সহ কাম্যবনে পঞ্চ সহোদর ॥ প্রভাস তীর্থের তীরে বিচিত্ৰ কাণন ফল পুষ্প অপ্রমিত মৃগ পশুগণ ॥ মৃগয়া করেন নিত্য বীর ধনঞ্জয় । রন্ধনে দ্রুপদস্থত আনন্দ হৃদয় ॥ তাৰ্থ করি আইলেন ধৰ্ম্মের নন্দন । শ্রেঃতমাত্রে মিলিলেন পুর্বের্বর ব্রাহ্মণ । পূৰ্ব্বমত ভোজন করয়ে বৃন্দ বৃন্দ । যাৰ তবে দ্বারাবতী, . লক্ষীরূপ যাজ্ঞসেনী রন্ধনে আনন্দ ॥ এইমত পঞ্চভাই কাননে নিবসে । হেথা দুর্য্যোধন রাজা আনন্দেতে ভাগে । বিপুল বিভৰ ভোগ করে ইন্দ্রপ্রায় । অর্থ রাজ্য সৈন্য যত কহনে যায় ।