পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বনপৰ্ব্ব । ] তব জল মমলং ফুেন নিপীতং। নিবেদন করিতে মনেতে বাসি ভয় । আমার ভাগ্যের কথা কহনে না যায় ॥ সাজি মোরে প্রসন্ন হইল দেবগণ । সে কারণে পাইলাম তোমার চরণ ॥ সুনি বলে শুনিয়া তোমার ভাগ্যকথা । সে হেতু আসিতে বাঞ্ছা বহুদিন হেথা ॥ তোমার বৈভব যত শুনি লোকমুখে । দেখিতে আসিকু হেথা মনের কৌতুকে ॥ রাও বলে উগ্ৰ তপ কৈল পিতৃগণ । জ্ঞানিলু প্রসন্ন মোরে দেব দ্বিজগণ ॥ – পাইলাম আজি পূৰ্ব্ব তপস্যার ফল । নিশ্চয় জানিমু মোর জনম সফল ॥ জ্ঞানিলাম আজি মোরে সুপ্রসন্ন বিধি । নতুবা আমার গৃহে কেন তপোনিধি ॥ বহুবিধ স্তব কৈল কৌরব সমাজ । বাগবারে আজ্ঞা করি কহে মুনিরাজ ॥ . মুনি বলুে ভাগ্যবন্ত তুমি ক্ষিতিতাল । নহিলে এমন আর ক্ষত্ৰিয়ের কুলে ॥ । মহাবংশ জাত তুমি খ্যাত চরাচর । তব পূর্ব-পিতামহু যত পূৰ্ব্বাপর ॥ মহাকাৰ্ত্তিমন্ত যত সবে মহাতেজ । সেইমত আপনি হইলে মহারাজ ! , কিন্তু পুৰ্ব্ব পিতামহ করিল যে কৰ্ম্ম । প্রাণপণে পালিও আপন.কুলধৰ্ম্ম ॥ তপ জপ ব্রত আর ব্রাহ্মণ ভোজন । স্বনাতে করিবে নিত্য প্রজার পালন ॥ দ্রব্য কিনি মূল্য দিবে উচিত যে হবে। বিক্রয় করিতে ঔপধিক না লইবে ॥ পালন করিবে প্রজ পুত্রের সমান । দোষ মত শাস্তি দিবে দুষ্টবুদ্ধি জন ॥ শান্ত জনে নিত্য নিত্য বাড়াইবে মান । শি কিছু কহিবে কথা বিনয়-প্রধান ॥ সতত যে হয় শান্তি সদা নহে রোষ । কালের উচিত কৰ্ম্ম পরম পৌরুষ ॥ ইষ্টবুদ্ধিদাত কৰ্ম্ম দুষ্ট দ্বরাচার । শি সকল সহ না করিবে ব্যবহার ॥ SOboసి পরম পদং খলু তেন গৃহীতং ॥ অবিরত শাসনে রাখিবে সব ক্ষিতি৭ অনুরক্ত থাকে যেন সকল নৃপতি ॥ পরপক্ষে কদাচিত নহিবে বিশ্বাস । মন বুঝি রাখিবেক যত দাসী দাস ॥ বিরূপ না হও কভু আত্মপক্ষ জনে । পালিবে এ সব কথা পরম যতনে ॥ নহুষ যযাতি আদি পূর্ববংশ যত । পৃথিবী পালিত সবে করি এইমত ॥ সে সব হইতে তব বিপুল বৈভব । দ্বিগুণ পাইবে শোভ হইলে এ সব ॥ এত শুনি কহিতে লাগিল কুরুপতি । যাহা করিয়াছি আমি আপন শকতি ॥ অতঃপর যে হয় তোমার উপদেশ । আপনি করিয়া কৃপা কহিল৷ বিশেষ ॥ পূৰ্ব্ব-পিতামহগণ ছিল উগ্ৰতপ । লে কারণে কর প্রভু এতদূর রূপা ৷ এখন হইল প্রভু সফল জীবন। বিবিধ অনেক স্তুতি কৈল দুৰ্য্যোধন ॥ হেনমতে কথোপকথনে মুনিরাজ । করিল আনন্দমতি কৌরব-সমাজ ॥ নানাকাব্য কথায় কৗতুক মনমথে । মুনরে করিল বশ যত সভালোকে ॥ একদিন একান্তে বসিয়৷ দুর্য্যোধন । ডাকিল শকুনি কর্ণ ভাই দুঃশাসন ॥ কৰ্ণে সম্বোধিয়া কহে কৌরবপ্রধান। আমার বচনে সথা কর অবধান ॥ এ কথ। বিচার করিনু আমি মনে । পঞ্চভাই নিবাস করয়ে কাম্যবনে ॥ দ্রুপদনন্দিনী কুষ্ণ লক্ষার সমান । তাহার প্রসাদে সবে পায় পরিত্রাণ ॥ সূৰ্য্যের কৃপার দলে কিঞ্চিং রন্ধনে । , পরম সতেসে তাই ভুঞ্জে লক্ষ জনে ॥ যত লোক যায় তথা লবে তাম পায় । যতক্ষণ যজ্ঞিসেনী কিছু নাহি থাৎ ॥ অক্ষয় থাকয়ে যত চতুৰ্ব্বিধ ভোগ । ! অপূৰ্ব্ব দেখহ কিবা বিধির সংযোগ ॥