পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৯৬ নরক নিবারিণি জাহ্নবি গঙ্গে । কলুষ বিনাশিনি মহিমোত্তঙ্গে ॥ [ মহাভারত এত বলি চলিল সশিষ্য মুনিরাজ । শুনিয়া আনন্দমতি পাণ্ডব-সমাজ ॥ অগ্রগরি কতদূরে সর্বজন আসি । অাদরে সশিষ্য চলিলেন মহাঋষি ॥ অনেক করিয়া ভক্তি ভাই পঞ্চজনে । বসাইল মৃগচৰ্ম্মে কুশের আসনে ॥ হশীতল জল আনি ধৰ্ম্মের নন্দন । কৌতুকে করেন পোঁত মুনির চরণ ॥ আনন্দ বিধানে তবে পঞ্চ সহোদরে । সেই পাদোদক আনি পরম সাদরে ॥ পান করি বন্দনা করেন সবে শিরে । তবে ধৰ্ম্ম নৃপতি কহেন ধীরে ধীরে ॥ নিশ্চয় আমারে আজি স্থপ্রসন্ন বিধি । পাইলাম আজি যত্ন বিন রত্ননিধি ॥ স্থপ্রভাত হৈল মোর আজিকার নিশি । কৃপা করি আপনি আইলা মহাঋষি ॥ পৃথিবীতে ভাগ্যহীন আমার সমান । নহুিল না হবে হেন করি অনুমান ॥ তপস্যা করিল পুৰ্ব্বে পিতামহগণ । যে কিছু আমার আর পূর্বব উপার্জন ॥ কৃপা কর অামারে সে ফলে সৰ্ব্বজনে । নহিলে অধম আমি তরি কোন গুণে ॥ যুধিষ্ঠির মুখে শুনি এতেক বচন । তুষ্ট হ’য়ে কহিতে লাগিল তপোধন ॥ শুন ধৰ্ম্মস্থত যুধিষ্ঠির নৃপমণি । আপনারে না জানিয়া কহ কেন বাণী ॥ তুমি ধৰ্ম্মবন্ত সত্যবাদী মতিমান । পৃথিবীতে নাহি কেহ তোমার সমান ॥ ধৰ্ম্মেতে ধাৰ্ম্মিক তুমি ক্ষত্রিয় সুধীর । সমুদ্র সমান অতি গুণেতে গভীর ॥ তাসার সংসার এই সারমাত্ৰ ধৰ্ম্ম । তোমার হুইল রাজ সহজ এ কৰ্ম্ম ॥ লোভ মোহ কাম ক্রোধ ঐশ্বৰ্য্য মত্ততা । তোমার নিকটবৰ্ত্তী নছিল সৰ্ব্বথা ॥ সুখ দুঃখ শরীরের অসহযোগ ধৰ্ম্ম । সময়ে প্রবল হয় আপনার কৰ্ম্ম ॥ পৃথিবীর লোক যত করে ধন্য ধন্য ॥ কহিলাম সত্য এই লয় মম মন । বসুমতীপতি যোগ্য তুমি সে ভাজন ॥ এ তিন ভুবনে তব পরিপূর্ণ যশ । তোমার গুণেতে রাজা হইলাম বশ ॥ কিন্তু এক কথা কহি শুন মহারাজ । সম্প্রতি তোর ঠাই পাইলাম লাজ ॥ কহিয়া তোমারে হেথা করিতে রন্ধন । সন্ধ্য হেতু প্রভাসে গেলাম সৰ্ব্বজন ॥ সায়ংসন্ধ্য। জপ আদি যে কিছু আছিল । ক্রমে ক্রমে সৰ্ব্বজন সমাপ্ত করিল ॥ পথশ্রমে অশক্ত উঠিতে শক্তি নাই ; আলস্তেতে শয়ন করিনু সেই ঠাই ৷ আসিতে না পারে কেহ এই সে কারণ । তবস্থানে লজ্জা বড় হইল রাজন ॥ ক্ষুধার্ত আছয়ে সবে করিবে ভোজন । স্বান করি গিয়া যদি হইল রন্ধন ॥ ধৰ্ম্ম বলে কালি মম ভূরদৃষ্ট ছিল । এ কারণে সবাকার আলস্য হইল ॥ হইল আমার যদি স্বকৰ্ম্মের লেশ । তবে মহামুনি আসে করিলা প্রবেশ । দেবের চুল্লভ হয় তব আগমন । অল্প ভাগ্যে এ সব না হয় কদাচন . মম শক্তি অনুরূপ অন্ন জল স্থল । তোমার প্রসাদে মুনি প্রস্তুত সকল । এত বলি আপনি উঠেন ধৰ্ম্মপতি । নিকটে ডাকেন ভামাভজুন মহামতি ৷ আজ্ঞা দেন ধৰ্ম্মস্থত করিবারে স্থান । শ্রতমাত্র দুই ভাই হৈল সাবধান ॥ নানা দিকে স্থান করি দিল অন্নজল । নিযুক্ত করিল তায় রক্ষক সকল । আনন্দ বিধানে তবে ভাই দুইজনে । শীঘ্ৰগতি জানাইল ধৰ্ম্মের নন্দনে ॥ N | } তাহাতে সন্তাপ নাহি করে জ্ঞানবানা 7 সাধুর জীবন মৃত্যু একই সমান ॥ সাধুর গণনে রাজা তুমি অগ্রগণ্য ।