পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বনপৰ্ব্ব । ] বরমিছ নীরে কমঠো মনঃ । কিংবা তীরে সরটঃ ক্ষীণঃ ॥ 8• L রর অর্থ বিদ্যা কিম্বা সন্ততি বৈভব । দং চাহ তাহ লহ কি আছে ছল্লভ । ইহ কছিলেন যদি করুণার নিধি । caথ নৃপতিরে বিড়ম্বিল বিধি । পুনরপি কহে দুষ্ট জিনিব পাণ্ডব । দেহ মোরে এই বর ওহে মহাভব ॥ শুনিয়; কহেন শিব শুনহ পামর । পৃথিবীতে কত শত আছে ইষ্টবর ॥ ছ। ছাড়ি ইচ্ছা ৰুর পরের হিংসন । বিশেষ পাণ্ডব তাহে নহে অন্যজন ॥ বিশেষ অৰ্জ্জুন নামে তাহে একজন । তাহার মহিমা বল জানে কোন জন ॥ পরম পুরুষ সেই ব্রহ্ম সনাতন । দুষ্ট দেহ ধরিলা আপনি নারায়ণ ॥ বিশেষ হরিতে পৃথিবীর মহাভার । নর-নারায়ণরূপে পূর্ণ অবতার ॥ নররূপ বীর পার্থ কুন্তীর নন্দন । যদুকুলে গোবিন্দ আপনি নারায়ণ ॥ মহামদে অন্ধমতি না জান কারণ } . ইহাকে জিনিতে ক্ষম নাহি কোন জন ॥ হুইবে গোবিন্দ যবে অর্জনের পক্ষ । বরে কিসে গণি,-আমি ন হইব শক্য ॥ তবে যদি একান্ত হইল তব মন । বিনা পার্থ সমরে জিনিবে চারিজন ॥ রাজ; বলে কিবা আজ্ঞা কৈলে দেবরাজ । বিনা পার্থ সমর জিনিয়া কিবা কাজ ॥ একান্ত যদ্যপি কৃপা আছয়ে আমার । ইঞ্জি কর সহিত জিনিব ধনঞ্জয় ॥ তবে মম জীবন সফল পূর্ণ আশ । এত শুনি কহিলেন পুনঃ কৃত্তিবাস ॥ বড় বশে জন্ম তোর হন বুদ্ধি নয় । কি কারণে কর রাজা অসৎ আশয় ॥ সস্থন অজেয় জান এ তিন ভুবনে। Rরাহর নাগ আদি অাম আদি জনে ॥ আমার একান্ত ভক্ত পার্থ আদি বীর । অভেদ অৰ্জ্জুন আমি একই শরীর ॥ বিশেষ আমার মিত্র প্রধান যাদব । তাহার প্রধান সখ্য তৃতীয় পাণ্ডব ॥ আর ইন্দ্রদেৰ হৈতে লভিয়াছে জন্ম। ত্রিভুবনে স্থবিখ্যাত অর্জনের কৰ্ম্ম ॥ অভিমনু্য-পুত্র তার বড় বলবান । কৃষ্ণের ভাগিন প্রিয় প্রাণের সমান ॥ জিনিবা সমরে তারে দিলাম এ বর । বিমুখ করিবে আর চারি সহোদর ॥ আত্ম হৈতে পুত্র হয় শাস্ত্রে হেন কয়। অভিমনু্য বধিলে মরিবে ধনঞ্জয় ॥ আর দেখ অবধ্য পাণ্ডব পঞ্চজন । অস্ত্রাঘাতে কদাচিত নহিবে মরণ ॥ কি কৰ্ম্ম করিবে তবে করিয়া বিমুখ । চিরকাল পুত্ৰশোকে পাইবেক দুঃখ ॥ এত শুনি সন্তষ্ট হইল নরপতি । চরণে ধরিয়া বহু করিল প্ৰণতি ॥ কৈলাস শিখরেতে গেলেন মহেশ্বর । জয়ন্ত্রথ যায় তবে হন্তিনানগর ॥ মহাভারতের কথা অমৃত-লহরী । কাশীরাম দাস কহে পিয়ে কর্ণ ভরি ॥ হস্তিনায় জয়দ্রথের আগমন । হেথায় কৌরবপতি চিন্তাকুল হৈয় । চিত্তে অনুতাপ সদা মন্ত্ৰিগণ লৈয়া ॥ রাজা বলে কহ মোরে যত মন্ত্ৰিগণ । জয়দ্রয় রাজার বিলম্ব কি কারণ ॥ কেহ বলে জয়দ্ৰথ গেল বহুদিন । কি কৰ্ম্মে হইবে শক্য বল-বুদ্ধিহীন ॥ কেহ বলে পাণ্ডব দেখিল জয়দ্ৰথে । নিশ্চয় ত্যজিল প্রাণ ভাম-বজ্রাঘাতে ॥ এই মতে চিন্তঃকুল আছে নরপতি । হেনকালে জয়দ্ৰথ স্থাইল দুৰ্ম্মতি ॥ নিরখিয়া ভূপতির আনন্দ প্রচুর । সভাশুদ্ধ নরপতি গেল কতদূর । চিরদিনে পাইয়া বান্ধব দরশন। পরস্পর আনন্দে করিল আলিঙ্গন।