পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নেপৰ্ব্ব । ] হরিহরের ধ্যান—ও শূলং চক্ৰংপাঞ্চজন্যমভীতিং দধতঃ করৈঃ। ৪৩৭ --تے ۔ ভীমাৰ্জ্জুন-নকুলের অন্বেষণে ভীমের দেখিল নি "রণ্যেতে আছে। সহদেবের গমন•। পদাঘাতে গিরিশৃঙ্ক চূর্ণ করি গেছে । । সুধিষ্ঠির রাজা-অতি ব্যাকুলিত মনে চিহ্ন দেখি সেই পথে যায় মহাবীর । দছদেবে কহিলেন মলিন-বদনে ॥ . মুহূৰ্ত্তেকে উত্তরিল সরোবর-তীর ॥ আমার বচন ভাই কর অবধান । সরোবর দৃষ্টমাত্রে মাদ্রীর তনয় । তিন জনে না দেখিয়া বাহিরায় প্রাণ ॥ তৃষ্ণায় আকুল হৈল ধৰ্ম্মের মায়ায় ॥ অস্থির আমার মন হয় কি কারণ । জলপান করিবারে যায় সরোবরে । বকরূপ ধৰ্ম্মরাজ কহেন তাহারে ॥ চারি প্রশ্ন বলি মোর কর জলপান । আগ্রে যদি পান কর যাবে যমস্থান ॥ ক’র সনে বনে যুদ্ধ করে তিন জন ॥ to যা ও সহদেব জল আনহ সত্বরে । অন্বেষণ কর আর তিন সহোদরে ॥ এত শুনি সহদেব চলিল সত্বর । ধৰ্ম্মবাক্য সহদেব না শুনি শ্রবণে । প্রবেশ করিল গিরা কানন ভিতর ॥ তুষ্ণায় আকুল হয়ে যায় বারি পানে ॥ দেখিয়া বনের শোভা হরষিত মন । বিধির নির্ববন্ধ যাহা, খণ্ডিতে কে পারে । চতুৰ্দ্দিকে দেখে বহু কুসুম-কানন ॥ পরশ করিবামাত্র সহদেব মরে ॥ নির্ভয় শরীর বীর করিল গমন । সুন্দর কমল তুল্য ভাসিতে লাগিল । শত শত শোভা দেথে কে করে গণন ॥ - - - - θα- --- জন্মেজয় রাজা বলে কহ মুনিবর। বিস্ময় হইল কিছু আমার অন্তর ॥ ধৰ্ম্মপুত্র যুধিষ্ঠির বুদ্ধির সাগর । পুথিবীতে নাহি তার তুল্য কোন নর ॥ শসাগর রাজ্য পালে সেই মহামতি । সুপি নহেক সম, শুক্র বৃহস্পতি ॥ দ্ধির সাগর রাজা বুদ্ধি গেল কোথা । ** করিয়া মুনি কহ এই কথা ॥ *বে জিজ্ঞাসিত যদি নৃপমণি। ** কহিত র্তীরে ভবিষ্য কাহিনী ॥ -k'.414 ৫ ল ওমালিতে গমন । হেথ যুধিষ্ঠির-মনে চিন্ত উপজিল ৷ অনেক বিলম্ব দেখি ধৰ্ম্ম নরপতি । চিন্তাযুক্ত কহিলেন (দ্রৗপদার প্রতি ॥ শুনহ ভা}মার বাক্য দ্রেপদী সুন্দরী । শ্ৰীহরি স্মরণ করি আন গিয়া বারি । পাইয়। পতির আজ্ঞা পতিব্ৰতা নারা । জলপাত্ৰ ল’য়ে যায় অfiনবারে বারি ॥ মহাঘোর বনমধ্যে প্রবেশিয়া সতী । *:নব স্থান সব পাইয়া সংবাদ । ভয় পেয়ে ঐক্লঞ্চে ডাকেন গুণবতী । পে • হইত মুনি এতেক প্রমাদ ॥ বনমধ্যে যার কৃষ্ণ সশঙ্কিত মনে ।

  • "ল অবধান কর মহামতি। কতক্ষণে উভরিল সরোবর স্থানে ॥

fপপi":ক তর মুক্তি স্ক-কলেবর । 5

াইতে কারো নাহিক শকতি পঙ্গুরিবারে -;স স্ট e
      • লিল রাজা আন গিয়া বারি ॥ জলেতে নামিল বেই দ্রুপদকুমারী । ‘ পর্যদেব বীর বনের ভিতর" হইল তাহার মৃত্যু গপ মায়াবারি। *:ণর আনন্দে যায় নির্ভয় অন্তর ॥ মহাভারতের কথা অমৃত লহরী । ” "I - 2- - ত --RGY يم ع کلا له:ة * "ধ্যে তিন জনে করে আম্বোণ । . কাশীরাম দাস কহে ভধ-ভয়ে তাঁর ॥
  • করিল বহু গহন কানন ।