পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সভাপর্ব। ] কদাচিন্দ্রেজ্ঞ-কমলে হংসারাঢ়ঃ কদাচন ॥ ૨૨Gr ভাগীরথী হেতু যথা রাজা ভগীরথ । বহুকাল পর্য্যন্ত করিয়াছিল ব্ৰত । নর-নারায়ণ শিব যম পুরন্দর । করিলেন যথা যজ্ঞ অনেক বৎসর ॥ ঘথ ভ্ৰষ্টা করিলেন স্বষ্টির কল্পনা । বহু গুণবন্ত সেই না হয় বর্ণন ॥ ময় গিয়া সব দ্রব্য বাহির করিল। রাক্ষস কিন্নরগণ শিরে করি নিল ॥ দৈবদত্ত শঙ্খ মিল গদা অনুপম । ঘত রত্ন নিল তার কত লব নাম ॥ ভীমে গদা দিল, শস্থ দিল অর্জুনেরে । দেখি আনন্দিত হৈল দুই সহোদরে ॥ কনক বৈদুৰ্য্যমণি মুকুত প্রবাল । মরকত রজত স্ফটিক চিত্র ঢাল ॥ স্ফটিকের স্তম্ভ সব চিত্র মণি হীরা । সৰ্ব্বগৃহে লম্বে মণি মুকুতার ঝারা ॥ বসিবার স্থান সব কৈল রত্নছেদি । বিচিত্র রচন কৈল নানামত বেদী ॥ নানাজাতি বৃক্ষে সব ফল ফুল শোভে । ভ্রময়ে ভ্রমরগণ মকরন্দ লোভে ৷ উচ্চ নীচ বুঝিয়া ভ্রময়ে বিজ্ঞ লোকে । বিশেষ বিপক্ষগণ চক্ষে নাহি দেখে ॥ এক মাসে সভা ময় করিয়া রচন । কুন্তীপুত্র প্রতি করিলেক নিবেদন ॥ সভা দেখি আনন্দিত হইয়। রাজন। আনিলেন দেখাইতে পরিবারগণ ॥ দশ লক্ষ ব্রাহ্মণেরে করান ভোজন । আনন্দ সাগরে মগ্ন ভাই পঞ্চজন ॥ ঘৃত দুগ্ধ অন্ন জল যত সব ভক্ষ্য । হরিণ বরাহ মেষ কোটি লক্ষ লক্ষ ॥ যে জন যে ভক্ষ্যে তৃপ্ত তাহ সে পাইল । ভোজনান্তে দ্বিজগণ স্বস্তি উচ্চারিল ॥ দ্বিজগণ স্বন্তি শব্দে পরম উল্লাসে । নানা রত্ন দান পেয়ে চলিল সন্তোষে ॥ আশ্রম করিয়া কত রহিল সভাতে । তপস্তায় অমুরত চিত্ত মনোরথে ॥ " RS=9e অসিত দেবল সত্য সপমালী ঋষি । মহাশির অৰ্ব্বাবস্থ স্থমিত্র তপস্বী ॥ মৈত্রেয় সনক বলি স্থমন্ত্র জৈমিনী । ঐবৈশম্পায়ন পৈল চারিশিষ্য গণি ॥ জাতুকৰ্ণ শিখাবাণ পৈঙ্গ অপস-হেম্য। কৌশিক মাণ্ডব্য মার্কণ্ডেয় বক ধৌম্য ॥ গলব কৌণ্ডিস্য সনাতন বক্রমালী । বরাহ সাবর্ণ ভূগু কলাপ ত্ৰৈবলী ॥ ইত্যাদি অনেক ঋষি না যায় গণন । সত্যবাদী জিতেন্দ্রিয় প্রতি তপোধন ॥ যুধিষ্ঠির সভাতে থাকেন অহৰ্নিশি । পুরাণ প্রস্তাব ধৰ্ম্ম নানা কথা ভাষি ॥ পৃথিবীনিবাসী যত মুখ্য ক্ষত্রগণ । যুধিষ্ঠির সভাতে থাকেন অনুক্ষণ ॥ মুঞ্জকেতু বিবৰ্দ্ধন কুন্তী উগ্রসেন । স্বধৰ্ম্ম কুকৰ্ম্ম কৃতবৰ্ম্ম জয়সেন ॥ অঙ্গ বঙ্গ কলিঙ্গ মগধ অধিপতি । সুমিত্রা সুমন ভোজ স্থশৰ্ম্ম প্রভূতি ॥ বস্থধান চেকিতান মালবাধিকারী । কেতুমান জয়ন্ত সুষেণ দণ্ডধারী ॥ মৎস্যরাজ ভীষ্মক কৈ কয় শিশুপাল । স্থমিত্র যবনপতি শল্য মহাশাল ॥ বৃষ্ণি ভোজ যদুবংশী যতেক কুমার । ইত্যাদি অনেক রাজ গণিতে অপার ॥ অৰ্জ্জুনের স্থানে অস্ত্র শিক্ষার কারণ । জিতেন্দ্রিয় বৃত্তি হ’য়ে থাকে সৰ্ব্বক্ষণ ॥ চিত্ৰসেন গন্ধৰ্ব্ব তুম্বুরু অধিপতি । অপসর কিন্নর নিজ অমাত্য সংহতি ॥ নৃত্য গীত বাদ্যরসে পাণ্ডবেরে সেবে । বিরিঞ্চিকে সেবে যেন ইন্দ্র আদি দেবে ॥ ন হইল ন হইবে আর সভাত্তর । হেনমতে বঞ্চে স্থখে পঞ্চ সহোদর ॥ সভাপর্বে উত্তম সভার অনুবন্ধ । কাশীরাম দেব কহে পাচালীর ছন্দ ॥