পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৩৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সভাপর্ব। J আজ্যস্থালী বামপার্থবেদা: সর্বেইগ্রতঃ স্থিতঃ ॥ સ્વરાજ নারদ বলেন শুন পাণ্ডব প্রধান । বংশে শ্রেষ্ঠ হরিশচন্দ্রের আখ্যান ॥ এক রথে জিনিয়া লইল মর্ত্যপুর। বাহুবলে হৈল সপ্ত দ্বীপের ঠাকুর ॥ রাজসূয় যজ্ঞ সে করল হরিশচন্দ্র । আজ্ঞায় আইল যত ছিল রাজবৃন্দ ॥ অনেক ব্রাহ্মণ আইল যজ্ঞের সদন । প্রতি দ্বিজে সেই রাজা করিল সেবন ॥ সব রাজা হ’তে সে করিল বড় কাজ । ঘেই ফলে স্বগে সে হইল দেবরাজ ॥ আর যত রাজা রাজসূয় যজ্ঞ কৈল । সম্মুখ সংগ্রাম করি তাহারা মরিল ॥ :মাগিগণ যোগে নিজ দেহ ত্যাগ করে । সেই সব লোক বসে ইন্দ্রের নগরে ॥ কহি শুন তোমার পিতার সমাচার । যমালয়ে দেখা হৈল সহিত র্তাহার ॥ কহিয়াছিলেন তিনি করিয়া বিনয় । যুধিষ্ঠির ধৰ্ম্মরাজ আমার তনয় ॥ অনুগত তার বীর্য্যবন্ত ভ্রাতৃগণ । যাহার সহায় কৃষ্ণ কমললোচন ॥ পৃথিবীতে র্তাহার অসাধ্য কিছু নয়। রাজসূয় যজ্ঞ ভার অনায়াসে হয় ॥ এই রাজসূয় যদি করে ধৰ্ম্মরাজ । হরিশ্চন্দ্র প্রায় থাকি ইন্দ্রের সমাজ ॥ তামার জনক ইহা কহিল আমারে । যে হয় উচিত রাজ করহ বিচারে ॥ সৰ্ব্ব যজ্ঞ হৈতে শ্রেষ্ঠ রাজসূয় গণি । বহু বিঘ্ন হয় এতে তামি ভাল জানি ॥ ছিদ্র পেয়ে যজ্ঞ নাশ যক্ষগণ করে। য5 হেতু রাজগণ যুদ্ধ করি মরে ॥ যেমতে মঙ্গল হয় কর নরপতি । আমার বিদায় কর যাব দ্বারাবতী ॥ এত বলি প্রস্থান করেন মুনিবর। শ্ৰীকৃষ্ণ দর্শন হেতু দ্বারক নগর ॥ সভাপর্কের অনুপম সভার বর্ণন । কাশীরাম দাস কহে শুনে সাধুজন ॥ নারদ বলেন যত, এ যজ্ঞ কর্তব্য কিনা শ্ৰীকৃষ্ণকে আনিতে দূত প্রেরণ । মুনিমুখে বার্তা শুনি, তবে ধৰ্ম্ম নৃপমণি, মনে মনে করেন চিন্তন । অন্য নাহি লয় মনে, কহিলেন ভ্রাতৃগণে, কি করিব বলহে এখন ॥ পিতৃ আজ্ঞ। যেইমত, শুনি হ’ল পুলকিত মন । ভেবে দেখ সৰ্ব্বজনী, কিসে হয় পূর্ণ অকিঞ্চন ॥ শুনি ভূত্য মন্ত্রিগণ, কহে তবে সৰ্ব্বজন, কেন বৃথা চিন্তিত রাজন । চিন্তা কর কোন হেতু, কর রাজসূয় ক্রতু, তুমি হও সৰ্ব্ব গুণবান ॥ কিকাৰ্য্য অসাধ্য আছে,কেবা বিরোধিবেপাছে নাহি হেরি অাছে ত্রিভুবনে । মন্ত্রিগণ বাক্য শুনি, বিচারেন নৃপমণি, কি কার্য্য করিব এক্ষণে ॥ ঘেকৰ্ম্ম ধাহে না শোভে,সেকৰ্ম্ম করিলেতবে যদি দেন অনুমতি. ইহ। চিন্তি নরপতি, সভ মাঝে হুইব নিন্দন । পাছে হয় বিড়ম্বনা, অযশ ঘোষে সর্ববজন, চিন্তাতে হয়েন নিমগন ॥ বিশেষে বিষম যজ্ঞ, সব লোক নহে যোগ্য, ক ৰ্ব্বপেতে হুইবে সাধন । কহিয়। সব প্রকাশি,গোবিন্দে আগে জিজ্ঞাসি কি কহেন শুনি জনদ্দিন ॥ কর্তব্য কি অকৰ্ত্তব্য, চরির হইলে শ্রব্য, করিব এ ব্ৰত আচরণ ; এ ঘজ্ঞে হইব কৃতী, নতুব। এ বৃথ! অকিঞ্চন ॥ পূক পাঠাইল তথি, কৃবেঃরে করিতে নিবেদন । সে দূত সত্বর হয়ে, দ্বারক প্রবেশে গিয়ে, . দাঁড়াল বন্দি চরণ ॥ কৃষ্ণে করি নরস্কার, একে একে সমাচার, জানাইল হরিরে তখন ।