পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সভাপর্ব। ] স্বাবেশন্মেরবদনাং বস্ত্র্য লঙ্কার-বিভূষিতং । ఇ$రి ময় বিরচিত সভা অপূৰ্ব্ব নিৰ্ম্মাণ । তুরস্থের মুনি করে যাহার বাখান ॥ তথিমধ্যে ধৰ্ম্মরাজ যজ্ঞ আরম্ভিল । দ্বিজ মুনিগণ সব দীক্ষা করাইল ॥ আপনি ব্ৰহ্মত্ব করিলেন দ্বৈপায়ন । সামগ হুইল ধনঞ্জয় তপোধন ॥ হইলেন হোতা পৈল আর দ্বিজগণ । অন্য অন্য কৰ্ম্মে অন্য মুনি নিয়োজন ॥ নকুলেরে কছিলেন ধৰ্ম্ম নরপতি । হস্তিনানগরে তুমি যাও শীঘ্ৰগতি ৷ ভীষ্ম দ্রোণ জ্যেষ্ঠতাত বিদুর সহিত । কৃপ অশ্বখামা দুৰ্য্যোধন সমুহৃত ॥ বাহলীক সঞ্জয় ভুরিশ্রব সোমদত্ত । শত ভাই কর্ণ সহ রাজা জয়দ্ৰথ ॥ গান্ধারী প্রভূতি রাজপত্নী সমুদয় । স্বার যে তযুfইসে স্নেহ করিয়৷ তামায় ॥ শীঘ্ৰগতি গিয়া তুমি আনহ সবারে । চলিল নকুল বীর হস্তিনানগরে ॥ যজ্ঞের সংবাদ জানাইল সবাকারে । বাল বৃদ্ধ নারী আদি যত কুরুপুরে ॥ ইন্টচিত্ত হইয়া চলিল সৰ্ব্বজন । দ্বিজ ক্ষত্র বৈশ্ব শূদ্র আদি প্রজাগণ ॥ রাজসূয় যজ্ঞ শুনি আনন্দিত হৈয়া । চলিল সকল লোক হস্তিন ছাড়িয়া ॥ হস্তী রথ আশ্ব পত্তি করিয়া সাজন । চতুরঙ্গ দলেতে চলিল কুরুগণ ॥ ইন্দ্রপ্রস্থে প্রবেশিল নকুল সহিত । দেখি যুধিষ্ঠির জিজ্ঞাসিল হিতাহিত ॥ ভীষ্ম দ্রোণ বিদুর বাহলীক অন্ধরাজে । অগ্রসরি আনিলেন তাপন সমাজে ॥ সবারে কহেন পার্থ বিনয় বচন । এ কার্য্য তোমার হেন কহে জনে জন ॥ পিতামহে বলিলেন ধৰ্ম্মের তনয় । আপনি বিধান বুঝি কর মহাশয়ন॥ যুধিষ্ঠির ভাষ্ম সহ করিয়া বিচার । উপযুক্ত বুবিয়া দিলেন কৰ্ম্মভার ॥ কর্তব্যাকর্তব্য ভীষ্ম দ্রোণে অধিকার । দুৰ্য্যোধনে সমপিল সকল ভাণ্ডার ॥ ভক্ষ্য ভোজ্য অধিকার দেন তুঃশাসনে । ব্রাহ্মণ পূজার ভার গুরুর নন্দনে ॥ রাজগণে অচ্চিবে আপনি ধনঞ্জয় । দ্বিজেরে দক্ষিণ দিতে কুপ মহাশয় ॥ দান দিতে দিলেন কর্ণের অধিকার । আপনি নিলেন কৃষ্ণ পরিচর্য্য। ভার ॥ ধৃতরাষ্ট্র সোনদত্ত প্রদীপ-কোঙর । তিনজন গৃহকৰ্ত্ত হৈল সৰ্ব্বেশ্বর ॥ সভা রাখিবারে দ্বারা কৈল নিয়োজন । পূৰ্ব্বদ্বারে নিয়োজিল মহীরথিগণ ॥ সহস্ৰ সহস্র রথী সঙ্গে তরবার। মহাবীর ইন্দ্রসেন রাখে পূৰ্ব্বদ্বার ॥ উত্তর দ্বারেতে অনিরুদ্ধে নিয়োজিল । যোদ্ধা যটি সহস্ৰ তাহার সঙ্গে দিল ॥ সাত্যকি দক্ষিণ দ্বারে কৈল নিয়োজন । বিংশতি সহস্র রথী তাহার ভিড়ন ॥ পশ্চিম দ্বারেতে বীর ধৃতরাষ্ট্র-স্থত । তার সঙ্গে দিল রথী যুগল অযুত ॥ বলাবল বুঝিবারে রহে বৃকোদর । এক লক্ষ রথা সঙ্গে ভ্ৰমে নিরন্তর ॥ রাজগণ আগমন জ্ঞাত করিবারে । অধিকার দিল দুই মাদ্রীর কুসারে ॥ এইমত সবাকারে করি নিয়োজন । আরম্ভ করেন যজ্ঞ ধর্মের নন্দন ॥ দূত দ্বারা নিমন্ত্রণ পেয়ে রাজগণ । সসৈন্তে করিল তবে তথ। স্বাগমন ॥ দ্বিজ ক্ষত্র বৈশ্ব শূদ্র ল’য়ে চারিজাতি । স্ব স্ব রাজ্য হইতে আইল নরপতি ॥ নানা বর্ণে নানা রত্ন যে রাজ্যে যে হয় । পণ্ডিবের প্রীতি হেতু সঙ্গে করি লয় ॥ কেহ কেহ নিজ নিজ পৌরুষ কারণ । ধৰ্ম্মযজ্ঞ বুঝি কেহ নিল বহু ধন ॥ হস্তী অশ্ব বৃষভ শকট নৌকা পুরি । নানাবর্ণে কত রত্ন লিখিত না পারি।