পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সভাপবি । । লছ অধৰ্ম্মের ফলে দেখ নৃপমণি । করি বান্ধিয়া দিলেক দৈবে আনি ॥ ধ্যোধন বলে সখা উত্তম কহিলে । ছু দিল যুধিষ্ঠিরে লহু সভাতলে ॥ ঝির আপনি সখা করহ বিধান । ঞ্চঞ্জনে নিযুক্ত করহ স্থানে স্থান ॥ কৰ্ম্মে যে যোগ্য তারে কর সমপণ । দৈব হৈতে বহুজন ভূত্যকৰ্ম্ম করে ! বিন কৰ্ম্মে কেব। অঃছে সংসার ভিতরে ॥ নিজ শক্তিমত কৰ্ম্ম করয়ে আজন্ম । রাজা রাজকৰ্ম্ম করে ভূত্যে ভূত্যকৰ্ম্ম ॥ ভূত্য হৈল পঞ্চজন করুক স্বকাজ । যে কৰ্ম্মে যে যোগ্য তারে দেহ কুরুরাজ ॥ অনুভব আমার যে কর অবধান । পঞ্চজনে নিযুক্ত করহ স্থানে স্থান ॥ মুকোমল অঙ্গ রাজা ধৰ্ম্মের তনয় । অন্য কৰ্ম্মে ইহার ক্ষমতা নাহি ছয় ॥ তাম্বু লর সেবাতে করহ নিয়োজন । পান ল’য়ে সন্নিধানে রবে অনুক্ষণ ॥ হৃষ্টপুষ্ট বৃকোদর হয় বলবান । সে কারণে মম মনে লয় এই জ্ঞান ॥ মঞ্চোদরে সমর্পণ কর চতুৰ্দ্দেলি । সনাক্সাসে ভার বহে নহেক দুর্বল । স্কন্ধ করি তোমার সহিত ভ্রাতৃগণ । থচ্ছন্দে যাইবে যথা করিবে গমন ॥ সঞ্জনেরে এই সেবা দেহ মহাশয় । আমি অনুমানি ঘদি তব মনে লয় ॥ বস্ত্র অলঙ্কার আদি সমপ অৰ্জুনে । ল'য়ে তব সম্মুখে থাকিবে অনুক্ষণে ॥ তব হত প্রিয় দুই মাদ্রীর তনয় । এ দোহারে দুই সেবা দেহ-মহাশয় ॥ দুই ভিতে তোমার থাকিবে দুইজন। চPর লইয়া সদা করিবে ব্যজন ॥ রক্তকৌষেয়বসন স্মিতবক্ত শুভানন । RᏄ☾ এ পঞ্চ সেবায় পঞ্চে কর নিয়োজন । আসিয়া করুক কৃষ্ণ গৃহে দাসীপণ ॥ এতেক বলিল যদি কর্ণ দুরাচার । হাসিয়া বলিল তবে গান্ধারী কুমার ॥ ইঙ্গিত করিয়া জানাইল ভূত্যগণে । সভাতলে লইয়া বসাও সৰ্ব্বজনে ॥ আজ্ঞামাত্র ততক্ষণ যত ভূত্যগণ । উঠ উঠ বলি কহে কর্কশ বচন ॥ কোন লাজে রাজাসনে আছহু বসিয় । তাiপনার যোগ্যস্থানে সবে বৈস গিয়া ॥ দুঃশাসন উঠাইল ধৰ্ম্ম করে, ধরি । চল চল বলি ডাকে পৃষ্ঠ ডেকা মারি ॥ ক্রোধেতে ধর্মের পুত্র কাপে কলেবর । চক্ষু রক্তবর্ণ লোহ বছে ঝর ঝর ॥ বিপরীত মনিহাল দেখি যুধিষ্ঠির । ক্রোধে থর থর কম্পমান ভাসবীর ॥ ভৈরব গৰ্জ্জনে গর্জে দন্ত কড়মড়ি । যেমন প্রলয়কালে হয় মড়মড়ি ॥ যুগন্তের যম যেন সংহারিতে স্বষ্টি । অরুণ আকার চক্ষু চাহে একদৃষ্টি i. নাকে ঝড় বহে যেন প্রলয় সমান । মহাবীর ভামসেন কণ পানে চান ॥ দেখিয় কৌরবগণ পায় বড় শঙ্কা । হাতে গদা করিয়া উঠিল রণভঙ্গ । মাথায় ফিরায় গদ চক্রের আকার ।

  • * *

r চরণের ভরে ক্ষিতি হয়ত বিদার ॥ ক্রোধমুখ করি দুঃশাসন পানে বায় । অনুমতি লঙ্গতে ধৰ্ম্মের পানে চায় ॥ | হেটমাথা বুধিষ্ঠির দেখিয় ভামেরে । বুঝিয়া অৰ্জ্জুন গিয়া ধরিলেন ভারে.॥ অৰ্জ্জুন বলেন ভাঙ্গ ন কল্প অনাতি । কি হেতু হেলন কর ধৰ্ম্ম নরপতি ॥ দিকৃপাল সহ যদি আসে দেবরাজ ! আর যত বীর আসে ত্ৰৈলোক্যের মাঝ ॥ ধৰ্ম্মেরে করিবে হেন আমরা থাকিতে । মুহূর্তেকে পাঠাইব যমের ঘরেতে ॥