পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SB iঞ্চাল-নন্দিনী কৃষ্ণ জন্ম লক্ষী-অংশে যখন যেমন হয় বিধি তাহ করে । দ। র্যারে সখীরূপে রাখে হৃষীকেশে ॥ কুবুদ্ধি কুপৰ্থী করি দুঃখ দেয় তারে ॥ fরে ক্লেশ কৃষ্ণ না দেবেন কদাচিত ৷ অধৰ্ম্ম যে কৰ্ম্ম তাহা বুঝি হেন ধৰ্ম্ম । | ক্ষমিবে পাণ্ডব দ্রৌপদী প্ৰবোধিত অর্থ করি বুঝে নর অনর্থের কৰ্ম্ম ॥ বৎসরাস্তে রক্ষা নাহি আর । হাতে হবে সবার সংহার ॥ কারণে তার সহ দ্বন্দ নাছি রুচে । করহ প্রীতি যদি প্রাণ বঁাচে ॥ ত শুনি ধৃতরাষ্ট্র বিদুরে কহিল। ম মনে নাহি লয় বিপদ ঘুচিল ॥ ইক্ষণে শীঘ্ৰগতি করহ গমন । উটিয়৷ আনহ পাণ্ডব পুত্ৰগণ ॥ দি তারা সত্যভঙ্গ করিবারে নারে । লি বেশ করি যাক অরণ্য ভিতরে ॥ স্ত্র আভরণ পরি রথ আরোহণে । }হতি লইয়া যাক দাস-দাসাগণে ॥ তি শুনি সঞ্জয় বলিল ততক্ষণ । ৰ পৃখী পেলে রাজা কি হেতু শোচন । তরাষ্ট্র বলে মম চিত্ত নহে স্থির । হমত করি ধৈর্য্য না ধরে শরীর । 'জয় বলিল শান্ত এক্ষণে নহিবে । খন এ সব রাজা নিৰ্ম্মল হইবে। খন হুইবে শান্ত শুনহ'রাজন । ত শত তোমারে হে বুঝাব এখন ॥ ীিষ্ম দ্রোণ বিছর কহিল বহুতর। ৰু পাশ করাইলে অনর্থের ঘর । স্থান বিপৰ্য্যয় কভু নাহি শুনি কাণে । লবধু চুলে ধরি সভামধ্যে আনে ॥ }খনি কি আপনি সভায় নাছি ছিল । }পনার বংশ তুমি, আপনি নাশিলা ॥ তরাষ্ট্র বলে কিছু মম সাধ্য নহে। লিবে যাহা করে তাহ শাস্ত কিলে রহে ॥ ধৰ্ম্মহীনে কাল যায় বুঝিবারে নারে । কুবুদ্ধি করিয়া নরে কালবুদ্ধি ধরে । সেইমত কুবুদ্ধি আমারে দিল কালে । আগু পাছু বিচার না করিলাম হেলে ॥ অযোনিসম্ভব জন্ম কমলা অংশেতে । তারে হেন কে করিবে সজ্ঞান থাকিতে ॥ সাধুপুত্ৰ পাণ্ডবেরে দিলু বনবাস । এই চারি দুষ্ট হেতু হৈল সৰ্ব্বনাশ, অশক্ত না হয় বলে পঞ্চ সহোদর । মুহূর্তেকে জিনিবারে পারে চরাচর ॥ ধৰ্ম্মপাশে বন্দী হৈয়া মোরে বড় মানে । সৈ কারণে না মারিল এই দুষ্টগণে ॥ ধিক্ ধিক্ দুৰ্য্যোধন ধিক শকুনিরে। কপট পাশায় দুঃখ দিলা পাণ্ডবেরে ৷ না সহিবে পাণ্ডব এ সব অপমান। পাপবুদ্ধে বংশ মম হৈল সমাধান ॥ কৃষ্ণ তার অনুকুল কিসের আপদ । ভীমাৰ্জ্জুন মাদ্রীস্থত কৈকেয়ু দ্রুপদ ॥ ধৃষ্টদ্যুম্ন সাত্যকি শিখণ্ডী আদি করি । থাকুক অন্যের কাজ ইন্দ্র যারে ডরি ॥ এ সব সহিত রণ সম্মুখ সমরে । কে আছে সহায় মম নিবারিতে পারে ॥ অনুক্ষণ অন্ধরাজ ভাবয়ে অন্তরে । এ শোক-সাগরে দুষ্ট ডুবাইল মোরে । মহাভারতের কথা অমৃত লহরী। কাহার শকতি তাছা বর্ণিবারে নারি ॥ কাশীরাম দাস কহে শুনে সৰ্ব্বজন । সভাপৰ্ব্ব সমাপ্ত পাগুব চলে বন ॥ সভাপর্ব সমাপ্ত।