পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৪৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সচিত্র সম্পূর্ণ কাশীদাসী

  • S

ਿਡ਼iਯੋਂ ਅੱਫ਼ੁ` 1 ست ستتحمسي يلاحه يومينوجينقصه নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্। দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ ॥ পাস বর্ণণ ও অজ্ঞাত ব্যাসের মন্ত্রণ; } বন্দ মহামুনি ব্যাস তপস্বী তিলক । মহামুনি পরাশর র্যাহার জনক ॥ বেদ শাস্ত্রোপর নিষ্ঠ শুদ্ধবুদ্ধি ধীর । নীলপদ্ম আভা জিনি কোমল শরীর ॥ কনকাভা জটাভার শিরে শোভ করে । প্রচণ্ড শরীর পরিধান বাঘাম্বরে ॥ নয়নযুগল দীপ্ত উজ্জ্বল মিহির । পদযুগে কত মণি শোভে নখশির ॥ ভাগবত ভারত ও যতেক পুরাণ । যাহার কমল মুথে সবার নিৰ্ম্মাণ । শ্ৰীকৃষ্ণের লীলা তার বেদ চারিখান । ঋক যজু সাম আর অথৰ্ব্ব বিধান ॥ মৎস্যগন্ধ গর্ভে র্যার দ্বীপেতে উৎপত্তি । বাল্যকালাবধি র্যার তপস্ত সম্পত্তি । প্ৰণতি করিয়া মুনি চরণ-পঙ্কজে । পরম আনন্দে কাশীদাস সদা ভজে ॥ বেদ রামায়ুণে আর পুরাণ ভারতে । লিখিত যতেক তীর্থ আছে ত্ৰিজগতে ॥ সর্বশাস্ত্র বিচারিয়া বুঝ-পুনঃ পুনঃ । আদি অন্ত অভ্যন্তরে গাথা হরিগুণ ॥ জন্মেজয় বলে কহ মুনি তপোধন । দুৰ্য্যোধন-ভয়ে পূৰ্ব্বে পিতামহুগণ ॥ বিরাটনগর মধ্যে রহিল অজ্ঞাতে । বৎসরেক নির্ববাহ হইল কোনমতে ॥ কহেন বৈশম্পয়ান শুন মহারাজ । দ্বাদশ বৎসর ছিল অরণ্যের মাঝ ॥ পঞ্চ ভাই পাণ্ডব পাঞ্চালী সহিত । বহু দ্বিজগণ সঙ্গে ধৌম্য পুরোহিত ॥ বলেন সবার প্রতি ধর্মের তনয় । সবে জান হুইয়াছে পূর্বের নির্ণয় ॥ দ্বাদশ বৎসর অন্তে অজ্ঞাত বছর । অজ্ঞাত রহিতে হবে পঞ্চ সহোদর ॥ বৎসরের মধ্যে যদি বিদিত হইবে । পুনরপি দ্বাদশ বৎসর বনে যাব ॥ বিচারিয়া কহ সবে ইহার বিধান । বৎসরেক অজ্ঞাত থাকিব কোন স্থান । সেই দিন হবে কালি অজ্ঞাত প্রভাত । বিচারিয়া কর যুক্তি আমার সাক্ষাত ৷ শুনি ভীম কহিলেন রাজারে চাহিয়া । তোম। আর পার্থ বীরে উপেক্ষা করিয়া ! মম অগ্রে যুঝিবেক পৃথিবীর মাঝ । হেন জন নয়নে না দেখি মহারাজ ৷