পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

g.wpপৰ্ব্ব । খিটাঙ্গ হস্তঃ খরগৃএরাবী, স বালভদ্ৰঃ পশুসিংহকায় । দর অপেক্ষা হেতু ক্ষমিয়াছি আমি । কেন পাণ্ডবেরা ভ্ৰমে বনভূমি ॥ বলি উচ্চৈঃস্বরে হাসে নারায়ণ । দিতে হাসিতে হৈল আরক্ত লোচন ॥ fzক্রোধে কলেবর দেখি লাগে ভয় । বমীয়া স্বজিলেন দেব দয়াময় ॥ ক্ত অঙ্গে দেখালেন এ তিন ভুবন । বাচক্ষু সব জনে দেন নারায়ণ ॥ বচক্ষু পেয়ে তবে একদৃষ্টে চায় । তক দেখিল তাহী কহনে না যায় ৷ রত। তেত্রিশ কোটি দেখে অঙ্গদেশে । ভপদ্মে দেখে ব্ৰহ্মা আছে সবিশেষে ॥ রুদ বক্ষেতে শোভে দেব তপোধন । নে দেখয়ে একাদশ রুদ্ৰগণ ॥ পঞ্চাশং বায়ু অশ্বিনীকুমার । নন্ত বাসুকা আদি যত নাগ আর ॥ "বন্দের পুরোভাগে করে নানা স্তুতি । ব আর নানাবিধ দেখয়ে বিভূতি ॥ বর জঙ্গম দেখে যত দেহিগণ । বিন্দর অঙ্গে দেখে এ তিন ভুবন ॥ শ্বরূপ নিরখিয়া সবে মূৰ্ছা গেল । "বন্দের অগ্ৰে সবে কহিতে লাগিল ॥ তৈর কৰ্ত্তা তুমি জগতের পতি। জন পালন তুমি সংহার মুরতি ॥ পর মহিম তব বেদে অগোচর । রূপ সম্বরহ দেব গদাধর । পরপে স্তুতি কৈল যত মুনিগণ । ই দ্রোণ রুপ আদি যতেক স্বজন ॥ ইবশে প্রসন্ন হইলে জগৎপতি । রিপ মায় ছাড়িলেন সে বিভুতি ॥ ধনে পুনরপি বুঝাইল সবে। * আক দুৰ্য্যোধন নাশুনিল যবে । * ধতে উঠি তবে চলে সৰ্ব্বজন । নে গেল তবে যত মন্ত্রিগণ ॥ করে হাতে ধরি চলেন শ্রীহরি। ইশ দিয়াছিল কুরু অধিকারী ॥ dరిని কিছু দ্রব্য না নিলেন হয়ে ক্রোধমন । শীঘ্ৰগতি করিলেন রথে আরোহণ ॥ বিস্ময় মানিল ধৃতরাষ্ট্র নরপতি । অনর্থ হইল বলে ভীষ্ম মহামতি ॥২ মৌনভাবে রহিলেন অম্বিকানন্দন । কুন্তীর নিকটে কৃষ্ণ করেন গমন ॥ সম্ভাষি সবারে পরে কুম্ভীরে নমিয়া । বহু কথা কহিলেন নিকটে বসিয়া ॥ যাবৎ বৃত্তান্ত সব কহিলেন তাকে । i চলিলেন চক্রপাণি সম্ভাষি সবাকে ॥ পথে কর্ণ সহ মিলিলেন জনাৰ্দ্দন । কর্ণের সহিত হৈল রহস্য কথন । কন্যাকালে কুন্তীগর্ভে তোমার উৎপত্তি । তুমি কর্ণ মহাবীর কুন্তীর সন্ততি ॥ যুধিষ্ঠির নৃপতির তুমি সহোদর। আপনা না চিন কর্ণ তুমি কি বর্বর ॥ ধৰ্ম্মশাস্ত্র পড়িয়াছ করিয়াছ দান । ব্রাহ্মণ-সভাতে করে তোমার ব্যাখান ! তোমার কনিষ্ঠ পণ্ডিবেরা পঞ্চ ভাই । এ হেন সম্বন্ধ কণ বড় ভাগ্যে পাই ॥ দ্ৰৌপদীর পঞ্চ পুত্র অভিমনু্য আদি । পূজিবে ভূত্যের সম তোমা নিরবধি ॥ নকুল অৰ্জ্জুন সহদেব ভীম বীর । তব পদ ধোয়াইবে রাজা যুধিষ্ঠির ॥ স্থবৰ্ণ রজত কুম্ভে তব অভিষেক । রাজকন্যা সেবিবে যে দেখিবে প্রত্যেক ॥ ছয় জনে দ্রৌপদীরে করিবে সেবন । অগ্নিহোত্র করিবেক ধৌম্য তপোধন ॥ তোমারে সিঞ্চিবে আজি চরিবেদা । পাণ্ডবের পুরোশিত কুশলসংবাদ ॥ যুবরাজ হবে তবে রাঙ্ক যুধিঠির । ধবল চামর ল’য়ে বিচিত্র শরীর ॥ মস্তকে ধরিবে ছত্র বীর বৃকোদর । রথের সারথি হবে পার্থ ধনুৰ্দ্ধর ॥ সুধীর শিখণ্ডী তব হবে আগুলার । এ সব বচন কৰ্ণ ধরিবে আমার ॥