পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভীষ্মপৰ্ব্ব । ] পৰ্ব্বত-শিখর খসে সাগর উথলে । মহাবৃক্ষ ভাঙ্গিয়া পড়িছে স্থলে স্থলে ॥ এই সব অলক্ষণ শুনহ রাজন । বংশনাশ হইবার এই সে কারণ ॥ এ সকল বাক্য মুনি অন্ধেরে কহিয়া । চলিলেন স্বস্থানে সঞ্জয়ে আজ্ঞা দিয়া ॥ ব্যাকুল হইয়া অন্ধ ভাবে মনে মন । সৈন্যের সাজন করে রাজা দুর্য্যোধন ॥ দ্রোণাচাৰ্য্য কৃপাচার্য্য অশ্বথাম রর্থী । দুঃশাসন কর্ণ আদি যত যোদ্ধাপতি ॥ পতামহ স্থানে সবে করিল গমন । সনাপতিরূপে ভীষ্মে করিল বরণ ॥ উন্মে সেনাপতি করি রাজা দুৰ্য্যোধন । জিনিব পাণ্ডবগণে আনন্দিত মন ॥ তবে ভাষ্ম কহিলেন চাহি সৰ্ব্বজনে । ছন্থায় করিয়া যুদ্ধ না করি কখনে ॥ ছন্ত্রহীনে কদাচিত না করি প্রহর । শরণাগতেরে নাহি করিব সংহার ॥ এক সহ যুদ্ধ করি না মারিব আনে । iাসিত জনেরে নাহি মারি কদাচনে ॥ স্থ ভেরী বহে, অস্ত্র যোগায় যে জন । iাহারে না মারি, দূতে না করি নিধন ॥ থ রথী যুদ্ধ হবে, পদাতি পদাতি । ঙ্গে গজে অশ্বে অশ্বে এই যুদ্ধনীতি ॥ "গ সমানে যুদ্ধ, না মরিব হীনে । "র নিয়ম এই শুন সৰ্ব্বজনে ॥ * নিরূপণ করি, করে শঙ্খধ্বনি । * বাল্প বাজে, কিছু কর্ণে নাহি শুনি L পকোলাহলে সবে হরষিত মন । ° কালাহল শুনি কাপে দেবগণ ॥ * অক্ষৌহিণী চলিল সমরে । তাই সেনাপতি দুৰ্জ্জয় সংসারে ॥ " মাসে কৃষ্ণ পঞ্চমী যে তিথি। "ধ নক্ষত্রে সাজিল নরপতি ॥ &র সেনা সব বিষ্ণুপরায়ণ । "ণ দাণ্ডাইল যুদ্ধের কারণ ॥ চতুৰ্দ্দিকু নাগফণাবেষ্টিতাং গুহকালিকাম, Go Go O পশ্চিমমুখেতে রাজা কৌরবপ্রধান । মহাবল পরাক্রম জগতে বাথান ॥ সৰ্ব্ব সৈন্য অগ্রে ভীষ্ম শান্তনুনন্দন । দিব্যরথে আরোহণ হাতে শরাসন ॥ যুধিষ্ঠির নৃপতির বিস্ময় হইল । ভীষ্মে সেনাপতি দেখি ভয় উপজিল ॥ লাগিলেন কহিতে কৃষ্ণকে ধৰ্ম্মরাজ । ভীষ্ম সহ কে যুঝিবে সংসারের মাঝ ॥ যার যুদ্ধে ভূগুরাম পান পরাজয় । তার সহ কে যুঝিবে কহ মহাশয় : দ্রোণাচার্য্য মহাবীর বিখ্যাত জগতে । কোন বীর যুঝিবেক তাহার সহিতে ॥ অর্জন কহেন রাজা কর অবধান । সংসারের ধাত কর্তা যেই ভগবান ॥ হেন জন হইলেন আমার সারথী। ত্রিভুবনে কারে ভয় কর মহামতি ॥ নিরর্থক চিন্তা রাজা কর কি কারণ । সৰ্ব্বত্র বিজয়কর্তা সেই নারায়ণ ॥ হেন জন সাহায়েতে ভয় কি কারণ । নিশ্চয় হইবে জয় স্থির কর মন ॥ তবে রাজা যুধিষ্ঠির হৃদয়ে-ভাবিয়া । পদব্রজে চলিলেন রথ,বিসর্জিয় ॥ পদব্রজে যান রাজা কুরুসৈন্য মাঝ । দেখিয়া বিস্ময় মানে নৃপতি-সমাজ ॥ দেখি ভীমাৰ্জুনের হইল মহারোষ । কৃষ্ণেরে কহেন দোহে মনে অসন্তোষ ॥ বিপক্ষগণের মধ্যে যান একেশ্বর । কোন বুদ্ধি করিলেন ধৰ্ম্ম নৃপবর ॥ পূৰ্ব্বে এই বুদ্ধিতে হারিয়া রাজ্যধন । বনবাস-দুঃখ ভুধি পায় সৰ্ব্বজন ॥ সেই বুদ্ধি আজি বুঝি উদয় হইল । নতুবা ইহাতে কেন প্রবৃiশু জম্মিল ॥ শ্ৰীহরি কহেন ইথে কিছু নাহি ডর । সত্বগুণী ধৰ্ম্মপুত্র না জ্ঞানেন পর ॥ নিজ দল' পর দল সকলি সমান । সে কারণে একেশ্বর করেন প্রয়ান ।