পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৫৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভয় পৰ্ব্ব । ] হস্তাম্বুজৈৰ্ব্বিভ্রতী, দানং পদ্মযুগাভয়ে চ বপুষ সৌদামিনীসমিভা । ৫৮৫ মহাকোপ উপজিল বৃকোদর বীরে । করিল প্রহার গদা রাজার উপরে ॥ গদাঘাতে দুৰ্য্যোধন হইল ব্যথিত । আপনার রথে গিয়া উঠিল ত্বরিত ॥ পুনর্বার করিলেন অস্ত্র বরিষণ । দেখি নিজ রথে চড়ে পবন-নন্দন ॥ দুইজনে নানা অস্ত্র করেন প্রহার : দোছে দোছাকার অস্ত্র করয়ে সংহার ॥ মহাক্রোধে ভীমসেন পুরিল সন্ধান । দুৰ্য্যোধন কাটিয়া করিল দুই খান ॥ আর ধনু লইলেন রাজা বীরবর। সে ধনুক কাটিলেন বীর বৃকোদর ॥ পুনঃ পুনঃ দুৰ্য্যোধন যত ধনু লন । কাটিয়া পাড়েন তাহা পবননন্দন ॥ রাক্তার সঙ্কট দেখি যত যোদ্ধাগণ ভীম প্রতি করিলেন বাণ বরিষণ ॥ বাণে নিবারিয়া তাহা বীর বৃকোদর । নিজ শরে সর্ব বীরে করিল জর্জর ॥ কাহার কাটিল ধ্বজ কাহার’ সারথি । কার’ মাথা কাটিলেন ভীম মহামতি ॥ ভীমের বিক্রমে আর কেহ নহে স্থির । রণ ত্যজি পলাইল বড় বড় বীর ॥ মহাক্রোধে ভীমসেন বরিষয়ে শর। সহস্ৰ সহস্ৰ সেনা দিল যমঘর । ভীষ্ম কর্তৃক শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ । সেনাভঙ্গ দেখি কৃপাচাৰ্য্য মহামতি । ভীমের সম্মুখে বীর আইল ঝটিতি ॥ দিব্য অস্ত্র এড়িলেন পূরিয়া সন্ধান । ভীমের ধনুক কাটি করে দুই খান । কাটা ধনু ফেলি বীর অন্য ধনু লৈয়া । কৃপাচার্য্যে ঢাকিলেন শরশ্রেণী দিয়ু ॥ বাণে নিবারিক্স তাহা কৃপ দ্বিজবর। ভীমের উপরে পুনঃ মারিলেন শর ॥ দোহে বাণ বিশারদ সমরে প্রচণ্ড । উভয়ের অস্ত্র দোছে করিল দ্বিখণ্ড ॥ সাত্যকি সহিতে হয় ভূরিশ্রব রণ ! অভিমনু্য সহ যুঝে স্বশৰ্ম্ম রাজন ॥ ঘটোৎকচ অলম্বুষ সমরে আইল । উভয়ের পরাক্রম রণে প্রকাশিল । অশ্বথাম সহ যুঝে দ্রুপদ রাজন । গগন ছাইয়া করে অস্ত্র বরিষণ ॥ যুধিষ্ঠির সহ যুঝে শল্য মহামতি । ছন্মুখ সহিত যুঝে বিরাট নরপতি ॥ i-নকুল সহিতে হয় দুঃশাসন রণ । কেহ করে জিনিতে না পারেন কখন ॥ সহদেব সহ যুঝে শকুনি দুৰ্ম্মতি । সহদেব কাটিলেন তাহার সারথি । ধমুগুণ কাটি তার কবচ ভেদিল । মৰ্ম্মব্যথা পাইয়া শকুনি পলাইল ॥ শকুনির পলায়নে হরষিত মন । সৈন্তোপরি করিলেন বাণ বরিষণ । অর্জন ভীষ্মেতে যুদ্ধ ঘোর দরশন । শূন্যমার্গে থাকিয়া দেখেন দেবগণ ॥ দুই বীর অস্ত্রবৃষ্টি করে নিরন্তর । নিবারণ করে দোহে মহাধনুৰ্দ্ধর ॥ ক্রোধে ভীষ্ম শত শরে পূরিল সন্ধান অৰ্দ্ধ পথে পার্থ করিলেন খান খান ॥ বাণ ব্যর্থ করি পার্থ এড়িলেন শর। ভীষ্মের সে ধমুগুণ কটেন সম্বর ॥ অন্য গুণ ধনুকেতে দিল মহাশয় । সহস্ৰেক বাণ একেবারে বরিষয় ॥ গগন ছাইয়া হুৈল বাণের সঞ্চার । রবিতেজ আচ্ছাদিয়া হৈল অন্ধকার ॥ নিবারিতে না পারিয়া পার্থ ধনুৰ্দ্ধর । শরাঘাতে হইলেন তিনি জর জর । তবে ভীষ্ম মহাবীর শাস্তমুনন্দন । কৃষ্ণের শরীরে বাণ করিল ঘাতন । তবে পার্থ ধনুৰ্দ্ধর মহাকোপ মন ॥৭ ; ভীষ্মের শরীরে বাণ করেন ঘাতন ॥ পুনর্বার দিব্য অস্ত্র এড়েন ত্বরিতে । ভীষ্মের হাতের ধনু কাটেন তাহাতে ॥