পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঞ্জিয়পৰ্ব্ব । ] প্রাণপণে অর্জন এড়েন অস্ত্রগণ । বন কাটি সৈন্য বধে গঙ্গার নন্দন ॥ ল স্থল শূন্যমাগ ব্যাপিল আকাশ । ন্ত্রে অন্ধকার হৈল না চলে বাতাস ॥ ট্রীষ্মের বিক্রম যেন কালান্তক যম । জের সমান অস্ত্র মারিল বিষম ॥ পাণ্ডবের সৈন্য সব শরে আবরিল । দখি সব যোদ্ধাগণ রণে ভঙ্গ দিল ॥ কাহার কাটয়ে রথ কার ধনুগুণ । কাহার সারথি কাটে কার কাটে তুণ ॥ মধ্যদেশ কাহার যে ফেলাইল কাটি । বুকে বাজি কোন বীর কামড়ায় মাটী ॥ অস্থির পাণ্ডবসৈন্য রণে নাহি রয় । রাথিতে নারেন সৈন্য ভীম ধনঞ্জয় ॥ বাণে বাণে কপিধ্বজ রথ আবরিল । কুঙ্কটতে গিরিবর যেন আচ্ছাদিল ॥ অশ্বেরে চালান ক্রোধ করি নারায়ণ । বাণে পথ রোধ রুদ্ধ অশ্বের গমন ॥ তাহা দেখি অৰ্জুনে বলেন নারায়ণ । সাবধানে যুঝ, নাহি চলে অশ্বগণ ॥ মহাক্রোধে যত বাণ মারেন অর্জুন , বাণ কাটি পাড়ে তাহা গঙ্গার নন্দন ॥ নিরন্তর বধে সৈন্য নাহি তার লেখা । রণমধ্যে পড়ে বাণ যেমন উলকা ॥ দেখি সবিস্ময় তাহে অর্জনের মন । ইন্দ্রদত্ত দিব্য বাণ করেন ক্ষেপণ ॥ গঙ্গার নন্দন তাহা কাটেন ত্বরিতে । দেখিয়া বিস্ময় পার্থ মানিলেন চিতে ॥ কৌরবের যোদ্ধাগণ হৰ্ষিত হইল । পাণ্ডবের সেন সব বিষাদ করিল ॥ অজুন অস্থির রণে উীহরি সারথি । মনে মনে বিচার করেন যদুপতি ॥ ত্রিভুবন মধ্যে কেহ হেন নাহি বীর । ভায়ের সংগ্রামে কোন জন হয় স্থির ॥ নাহিক মরণ, নিজ ইচ্ছা হৈলে মরে । হেনজনে কোন বীর জিনিবে সমরে ॥ ૧૯–૧૭ ক্ষুৎপিপাসাদিত নিত্যং ভয়দাকলহপ্ৰিয়ং ॥ (tSS) নিজ-মৃত্যু উপায় কহিল মহাশয় । এই কালে শিখণ্ডীকে আনাইতে হয় ॥ এত ভাবি শিখণ্ডীকে ডাকেন সত্বর । হেনকালে বহে বায়ু গন্ধ মনোহর । আকাশে অমরগণ আইল সকল । গগনে দুন্দুভি বাজে মহা কোলাহল ॥ শুনি ভীষ্ম মহাবীর চিন্তে মনে মন । হেনকালে ডাকিয়া বলেন দেবগণ ॥ ঋষিগণ মুনিগণ বৈসে স্বরলোকে । সপ্তবস্তু সহ সবে আইল কৌতুকে । নিবৃত্ত নিবৃত্ত ভীষ্ম পরিহর রণ । আকাশেতে ডাকিয় বলেন সৰ্ব্বজন ॥ ঋষিগণ মুনিগণে গগন ভরিল । করিয়া কুস্থমবৃষ্টি ভীষ্মে আবরিল । এ সব বৃত্তান্ত আর কেহ না জানিল । শান্তনু-তনয় তাহ সকল শুনিল ॥ ভাই সব বলে আর বলে মুনিগণে । . দেবতার প্রিয়কৰ্ম্ম চিন্তিলেন মনে । এতেক চিন্তিয় বার ক্রোধ সম্বরিল । অর্জন সম্মুখে তবে শিখণ্ড আইল ॥ অৰ্জ্জুনের প্রতি হরি বলেন বচন । শিখণ্ডীকে অগ্রে রাথি মার অস্ত্রগণ প৷ অৰ্জ্জুন বলেন শুন দৈবকী-তনয় । এমন কপট যুদ্ধ উচিত না হয় ॥ শ্ৰীহরি বলেন পার্থ শুনহ উত্তর । ভীষ্মে মারি পরাজয় কর কুরুবর ॥ এত বলি শিখণ্ডীকে বসাইল রথে । দেখি অস্ত্র ত্যাগ কৈল কৌরবের নাথে ॥ অস্ত্র ত্যাগ করে ভীষ্ম হেঁটযুগু হৈয়া । কহিতে লাগিল বীর কৃষ্ণের চাহিয়া ॥ ওহে প্রভু নারায়ণ যাদব ঈশ্বর। আমারে মারি* করি কপট সমর ॥ এতেক বলিয়া বীর নানা স্তুতি করে । পুলকে সহস্ৰ নাম গায় উচ্চৈঃস্বরে ॥ শিখণ্ডী ভীষ্মেরে বলে করি অহঙ্কার । ক্ষত্ৰিয়-অন্তক তুমি বিদিত সংসার ॥