পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্ৰোণপৰ্ব্ব লদোণ মহাবীর সর্বসৈন্য ল'য়ে। রচিল অদ্ভুত ব্যুহ রণস্থলে গিয়ে ॥ করে ক্রোশ পৰ্য্যন্ত রাখিল সেনাগণ । তার মধ্যে জয়দ্ৰথ রাজা দুৰ্য্যোধন ॥ এরপ করিয়া সবে রহিলেক রণে । বেড়িয়া রহিল সবে সিন্ধুর নন্দনে ॥ হেথা সৰ্ব্বসৈন্য ল’য়ে রাজা যুধিষ্ঠির । গোবিন্দেরে অগ্ৰে করি হলেন বাহির ॥ তবে ধনঞ্জয় ডাকিছেন যোদ্ধাগণে । কৃষ্টদ্যুম্ন সাত্যকীরে আর ভীমসেনে ॥ যুধিষ্ঠিরে সব প্রতি করি সমর্পণ। কছেন তোমারা সবে কর গিয় রণ ॥ জয়দ্ৰথ বধ হেতু আমি যাই রণে । যথায় পাইব আজি সিন্ধুর নন্দনে ॥ ভীম বলে তুমি যাও জয়দ্ৰথ যথা । যুধিষ্ঠির হেতু তব নাহি মনোব্যথা ॥ শুনি কৃষ্ণ বলিলেন শুন ধনঞ্জয় । এতেক প্রতিজ্ঞা তব উচিত না হয় ॥ যদি জয়দ্ৰথ তাজি নাহি হয় বধ । তবে কি করিবে,মোরে কহ তার পথ ॥ অৰ্জ্জুন বলেন প্রভু তোমার প্রসাদে । ” আজি জয়দ্রথেরে মারিব অপ্রমাদে ॥ বহু সঙ্কটেতে তুমি করিলা তারণ। যত বল বুদ্ধি মম তুমি নারায়ণ ॥ শুনিয়া কহেন কৃষ্ণ হরিষ অন্তর। বড় বিচক্ষণ তুমি মহাধনুৰ্দ্ধর ॥ অচিরে হইবে তব প্রতিজ্ঞ পূরণ । আজি সে হইবে তব শত্রুর নিধন ॥ এই বলি শ্ৰীকৃষ্ণ ছাড়েন সিংহনাদ । শুনিয়া কৌরবগণ গণিল প্রমাদ ॥ তবে কৃষ্ণ দারুকেরে কছেন তখন । শগ রথখানি আন করিয়া সাজন ॥ "প ধনুকাদি সব তুলহ রথেতে । পাখি হেতু রণ করিব নিশ্চিতে ॥ কদাচিত ধনঞ্জয় নুন যদি হয়। একেল করিব আজি কৌরবের ক্ষয় ॥ নাগযজ্ঞোপবীতাঢ্যাং জ্বলতেজোময়ীমিব ! \とミ> যেইক্ষণে আমার হইবে শঙ্খধ্বনি। শব্দ শুনি রথ ল’য়ে যাইবে আপনি ॥ এতেক বলিয়া কৃষ্ণ কমললোচন । বায়ুবেগে চালাইয়া দেন অশ্বগণ ॥ ব্যুহমুখে দ্রোণাচাৰ্য্য আছেন আপনে । তাহার পশ্চাতে যত কুরুসেনাগণে ॥ হেনকালে দ্ৰোণাচাৰ্য্য ব্যুহের দ্বারেতে । আগুলিল পার্থে আসি ধনুঃশর হাতে ॥ দ্রোণে দেখি ধনঞ্জয় করি নমস্কার । করযোড়ে কহিছেন কুন্তীর কুমার ॥ কি হেতু যুদ্ধের সজ্জা দেখি মহাশয় । , অশ্বথমাধিক আমি তোমার তনয় ॥ জয়দ্ৰথ বধ হেতু প্রতিজ্ঞ আমার । তোমারে জানাই তাই কারণ তাহার ॥ দ্রোণ কহে এই কথা না হয় উচিত । কুরুসৈন্যগণ দেখ আমার রক্ষিত ॥ আমার অগ্ৰেতে তারে করিবে ঘাতন । কেমনে দেখিব আমি শুনহ অর্জুন ॥ এতেক শুনিয় কৃষ্ণ কহেন পার্থেরে । উপরোধ কেন তুমি করহ দ্রোণেরে ! সপ্তরর্থী বেড়ি মারে এক ছাওয়ালে । অতি শিশু অভিমনু্য রণে মারে ছলে ॥ কোন উপরোধ গুরু করিল তোমারে। তুমি কেন উপরোধ করহ উহারে ॥ সন্ধান পুরিয়া মার দিব্য অস্ত্ৰগণ । যেইমতে দ্রোণাচাৰ্য্য হয় অচেতন ॥ এতেক শুনিয়া পার্থ অতি ক্রুদ্ধমন । দ্ৰোণে চাহি লাগিলেন বলিতে তখন ॥ তবে আর বিলম্বে নাহিক প্রয়োজন । শীঘ্র কর উপায় রাশিতে কুরুগণ ॥ আজি যুদ্ধে কৌরবেরে করিব সংহার। দেখিব কেমনে রাখ করিয়া প্রকার ॥ এতেক শুনিয়া গুরু অতি ক্রুদ্ধমন । করিল অর্জুনোপরি বাণ বরিষণ ॥ । দশ বাণ এড়ে বীর পূরিয়া সন্ধান । বাণ ব্যর্থ দেখি দ্রোণ ক্রোধে কম্পবান ॥