পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্রোণপৰ্ব্ব | কিঞ্চিদৰ্দ্ধেস্কু কুটিলললাট মৃদুপটিকাং । \ ج 20 م -صصصصصصص কনের সাহস দেখি দেব পুরন্দর। কৃষ্ট হয়ে বললেন মাগি লহ বর ॥ কন বলে বর যদি দিবে মেঘবান । একঘাতী অস্ত্র দেব মোরে কর দান ॥ কৰ্ণেরে একাল্পী অস্ত্ৰ দিয়া পুরন্দর । কবচ কুণ্ডল ল’য়ে গেল নিজ ঘর ॥ ৰজ সম বাণ সেই নহে নিবারণ। যাহারে প্রহারে তার অবশ্য মরণ ॥ তোমারে মারিতে কর্ণ রাখিল যতনে । বহুদিন গুপ্ত রাখে কেহ নাহি জানে ॥ ঘটোৎকচ হস্তে দেখি সকল সংহার। অতএব কর্ণ তীরে করিল প্রহার ॥ ঘটোৎকচ হেতু মৃত্যু নছিল তোমার । নিশ্চয় জানহ এই কুন্তীর কুমার ॥ অতএব শোক না করিহ ধনঞ্জয় । আপনার বীর্য্য জানি শক্র কর ক্ষয় ॥ কৃষ্ণের বচনে সবে হরষিত মন । শিবিরেতে গিয়া সবে করিল শয়ন ॥ মহাভারতের কথা অপূৰ্ব্ব কাহিনী । সংসার সাগর ঘোর তরিতে তরণী ॥ অবহেলে যেই জন শুনে মন দিয়া । অন্তকালে স্বর্গে যায় চতুভুজ হৈয়া ॥ কাশীরাম দাস প্রণামে সাধুজনে। করি ভজ ভাই গোবিন্দ চরণে ॥ | যুদ্ধে ক্রপদরাজার মৃত্যু । মুনি বলে অনন্তর শুনহ রাজন । প্রভাতে আইল সবে হয়ে একমন ॥ সংশপ্তকে চলি যান কৃষ্ণ ধনঞ্জয় । ইহ সৈন্যে কোলাহল হইল প্রলয় ॥ "ইকোপে যোদ্ধাগণ করয়ে সমর। বৃষ্টি করে যেন বর্ষে জলধর ॥ ভীম হর্য্যোধনে যুদ্ধ হয় ঘোরতর। "সিকি সহিত কৰ্ণ করয়ে সমর ॥ ধরে সহিত যুঝে পাঞ্চাল-নন্দন । বরাট সহিত সোমদত্ত করে রণ ॥ সহদেব শকুনি করয়ে ঘোর রণ। নকুলের সহ যুদ্ধ করে দুঃশাসন । ভগদত্ত সহ যুঝে পাঞ্চাল রাজন । যুধিষ্ঠির সহ মদ্রপতি করে রণ ॥ শিখণ্ডী-সহিত যুঝে দ্রোণের নন্দন । সমানে সমানে হয় ঘোর মহারণ ॥ প্রলয়কালেতে যেন মেঘের গর্জন । সেই মত যোদ্ধাগণ করয়ে তর্জন ॥ কৃপাচার্য্য সহ জরাসন্ধের তনয় । কৃতবৰ্ম্ম চেকিতানে মহাযুদ্ধ হয় ॥ কাশীরাজ সহ যুঝে স্থমন্ত নৃপতি । শতানীক করে যুদ্ধ পৌরব সংহতি ॥ হেনমতে যুদ্ধ করে সব যোদ্ধাগণ । মহাকোপে করে সবে অস্ত্র বরিষণ ॥ ভীম সনে গদ যুদ্ধ করে দুৰ্য্যোধন । অদ্ভুত দেখিয়া সবে চমকিত মন ॥ নকুলেতে দুঃশাসনে হয় মহfরণ । কোপে দোহাকারে দেহে করে প্রহরণ ॥ সন্ধান পূরিয়া বীর মদ্র-স্থতাস্থত। ঃশাসন অঙ্গে বাণ মারিল বহুত ॥ কবচ ভেদিয়া অঙ্গে করিল প্রবেশ । শোণিত পড়য়ে অঙ্গে প্রাণমাত্র শেষ ॥ অজ্ঞান হইয়া বীর রথের উপর । খসিয়া পড়িল হাত হৈতে ধনুঃশর ॥ তবে কতক্ষণে বীর পাইয় চেতন । ধনু ধরি দুঃশাসন এড়ে অস্ত্ৰগণ ॥ দুই জনে বাণ এড়ে দোহে ধনুৰ্দ্ধর । দোহাকার বাণে দোহে হইল জর্জর ॥ তবে কোপে নকুল এড়িল দুই বাণ । রথধ্বজ কাটিয়া করিল খান খান ॥ আর দুই বাণ বীর এড়ে আচম্বিতে । সারথির মাথা কাটি পাড়িল ভূমিতে ॥ সারথি পড়িল রথ হইল অচল । দেখি ভয়ে দুঃশাসন হইল বিকল ॥ রথ ছাড়ি দুঃশাসন বেগে পলাইল । দেখি যত যোদ্ধাগণ হাসিতে লাগিল ।