পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কর্ণপৰ্ব্ব । ] কলিন সত্যকির দিব্য শরাশন । লর ধনু হাতে নিল বীর বিচক্ষণ ॥ নুরপ বাণেতে তবে সাতকি প্রবীর। প্লবৎ করি কাটি পাড়ে তার শির। অনুবিন্দ পড়িল দেখিল সহোদর। মহাকোপে বিন্দ বীর বরিষয়ে শর ॥ সত্যকির শরীরে রুধির পড়ে ধারে । দুইজনে মহাযুদ্ধ সংগ্রাম ভিতরে ॥ পরম্পর সারথি কাটিল অশ্বরথ । . র্দেহে মহা বীৰ্য্যবান বিখ্যাত জগত ॥ দেহে হৈল বিবর্ণ করিয়া মহারণ । পরস্পর মহাযুদ্ধ করে দুইজন ॥ বাণে হানাহানি দোহে করে মহাবীর । বলহীন হৈল দোহে নিস্তেজ শরীর ॥ দুইজনে মিশামিশি দৃঢ় বাজে রণ। বাণেতে জর্জর তনু হৈল অচেতন ॥ শ্রুতবৰ্ম্ম চিত্রসেনে হৈল মহারণ। দুই জনে মহাবীর যুদ্ধে বিচক্ষণ ॥ ধ্বজ কাটা গেল তবে পরস্পর শরে । দুই বীরে মিশামিশি সংগ্রাম ভিতরে ॥ তবে শ্রমতবৰ্ম্ম বীর মহা ধনুৰ্দ্ধর । মাথ। কাটি বিচিত্রের পাড়ে ভূমিপর ॥ পড়িল বিচিত্ৰসেন কৌরবের ত্রাস । প্রতিবিন্ধ্য মহাবীর পাইল প্রকাশ ॥ পড়িল বিচিত্ৰসেন চিত্ৰসেন রোষে । ತಳ বিক্রম দেখি প্রতিবিন্ধ্য হাসে ॥. রথের কাটিল ধ্বজ বিন্ধিল সারথি । রণেতে ফাপর হৈল চিত্ৰসেন রথী ॥ তবে শক্তি ফেলিয়া মারিল তার মাথে । প্রতিবিন্ধ্য মহাবীর কটে অৰ্দ্ধপথে ॥ * গদা ল’য়ে বীর মারে আরবার । *শর সারথি তবে করিল সংহার ॥ নরপি রথে চড়ি মহাধনুৰ্দ্ধর । ইং বাহু প্রসারিয়া পড়িল মহাবীর । fત્રદ o: তোমর মারি ভেদিল অন্তর ॥ তিবন্ধ্য মহাবীর সমরে হুধীর । | কম্বুগ্ৰীবাং মহাদেবীং স্বালললিতৈভূঞ্জৈ | W285 শরে শরে নিবারিয়া মারে কুরুবল । ক্রোধেতে আইসে অশ্বথামা মহাবল ॥ সেইক্ষণে ভীমসেন হাতে নিল ধনু । শরবৃষ্টি করি বিন্ধে দ্রোণপুত্ৰ তনু ॥ বলি সঙ্গে ইন্দ্র যেন করিল সংগ্রাম । দুই বীর মহামত্ত যুঝে অবিশ্রাম ॥ দিব্য অস্ত্র সন্ধান করয়ে দুই বীর । নানা অস্ত্র বিন্ধে দেহে নির্ভয় শরীর ॥ সৰ্ব্বদিকে বিজলি চমকে হেন দেখি । তারা যেন গগনেতে ছুটয়ে নিরথি ॥ বাণে বাণে আবরিল নাহিক সঞ্চার। দুই বীরে মহাযুদ্ধ হয় অন্ধকার ॥ মহারণ দুই বীর করে মহাবলে । প্রলয়কালেতে যেন সমুদ্র উথলে ॥ সাধু সাধু প্রশংসা করয়ে মহাজন । আকাশ বিমানে দেখে যত দেবগণ ॥ দুই বীর বিকল হইল অচেতন । কেহ কারে নাহি পারে সম দুই জন ॥ বাসুদেব সারথি অৰ্জুন হাতে ধনু । নবজলধর যেন ধরিলেক তনু ॥ বরিষাকালেতে যেন বরিমে নিঝরি । শরবৃষ্টি করেন অর্জন ধনুৰ্দ্ধর ॥ নারায়ণী সেনারে মারেন পার্থ রোমে । দিবাকর যেমন খদ্যোংগণে নাশে ॥ লক্ষ লক্ষ বীরের কাটিল পার্থ মাথ । কাটা গেল ধনুঃশর কত দ গু ছাত ॥ বাণেতে কাটিয়া বাণ করিলেন রাশি । সারি সারি মাথা পড়ে গগন পরশি ॥ গজবাজী পড়ে সব রথী সারি সারি। পড়িল যতেক সৈন্য লিগিতে ন পারি ॥ ক্রুদ্ধ হয়ে এল অশ্বথাম মঙ্গবীর । দিব্য অস্ত্র অরোপিয়া সৈন্ত কৈল স্থির ॥ তবে দুই মহাবীর কৈল মহারণ । শরে অন্ধকারাচছন্ন নর-নারায়ণ ॥ অতি ক্রোধে অর্জন করেতে ল’য়ে শর। করিলেন দ্রোণী তনু বাণেতে জর্জর ॥