পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৰ্ণপৰ্ব্ব । ] কর বলেন করিলাম কোন কৰ্ম্ম । ওকনিন্দ করিলাম যাহাতে অধৰ্ম্ম ॥ আপনাকে বধ করি প্রায়শ্চিত্ত বিধি । আজ্ঞা কর নিষেধ না কর গুণনিধি ॥ হাসিয়া বলেন কৃষ্ণ শাস্ত্রের প্রমাণ । আপন প্রশংসা কর মরণ সমান ॥ আপনার প্রশংসা করিলে বার বার । তবে তব প্রতিজ্ঞার হইবে উদ্ধার ॥ আপন প্রশংসা তবে করেন অর্জন । আমার সমান কেবা ধরে এত গুণ ॥ মম সম ধনুৰ্দ্ধর নাহিক সংসারে । বাহুবলে চারিদিকে জিনেছি সমরে ॥ সংশপ্তকগণে আমি ক’রেছি সংহার। কর্ণবীর সনে যুদ্ধ করি বার বার ॥ এত বলি ধনঞ্জয় যুড়ি দুই কর । অপরাধ ক্ষমা চান ধৰ্ম্মের গোচর ॥ লজ্জায় কহেন পার্থ পড়িয়া চরণে । নিন্দ করিয়াছি আমি ধৰ্ম্মের কারণে ॥ বিস্তর বলেন তবে কৃষ্ণ মহামতি । অৰ্জ্জুনে প্রসন্ন হইলেন নরপতি ॥ করিলেন প্রতিজ্ঞা অৰ্জ্জন ধনুৰ্দ্ধর । আজ কর্ণে সংহারিব সংগ্রাম ভিতর ॥ তব পদ স্পর্শ করি কহিলাম সার । সত্যভ্রষ্ট হই যদি কর্ণে রাখি আর ॥ জি বহুমতী হবে ধৰ্ম্মের অধীন । জি হৰ্য্যোধন রাজা হুইবে নিধন । নাহি খেলিবে শকুনি দুৰ্য্যোধন ॥ জ.মখে নিদ্রা যাইবেক যুধিষ্ঠির । জি যুদ্ধে পড়িবেক কৰ্ণ মহাবীর । অনর্থরত্বঘটিত কাঞ্চীৰুত নিতস্বিনীং ॥ J? (t নানাযুদ্ধের পর ভীম কর্তৃক হুঃশাসনের রক্তপান । হেনমতে চলিলেন সংগ্রাম ভিত্তর । বাস্থদেব সহিত অৰ্জুন ধনুৰ্দ্ধর ॥ সহদেব নকুল সজ্জিত বৃকোদর। নিরখিয়া কুরুবল বরিষয়ে শর ॥ সারথি বিশোক নামে তারে ভীম পুছে । আমার রথেতে দেখ কত অস্ত্র আছে ॥ আজি রণে পড়িবে সকল কুরুগণ । নতুবা আমারে মারিবেক দুৰ্য্যোধন ॥ ভীমের বচনে তবে বিশোক দেখিল । ষাটি সহস্ৰেক বাণ গণিয়া বলিল । দশ সহস্ৰেক বাণ বজের সমান । আর যত বাণ আছে কে করে গণন ॥ অবশিষ্ট কত বাণ রথোপরি রহে । বিশোক সারথি তবে ভীম প্রতি কহে ॥ তবে ভীমসেন বীর প্রতিজ্ঞ করিল। আজিকার রণেতে কৌরব হত হৈল ॥ যতক্ষণ না আইসে কৃষ্ণ ধনঞ্জয় । স্বলজ্জা করহ রথ করিতে বিজয় ॥ হেনকালে উত্তরে হইল কোলাহল । ছাইল অৰ্জ্জুন বাণ গগনমণ্ডল । চতুরঙ্গ সেনা পড়ে অৰ্জ্জুনের বাণে । . হাহাকার শব্দ যত করে কুরুগণে ॥ সেীবল বলিল শুন রাজা দুৰ্য্যোধন । হের দেখ সৈন্য ক্ষয় করিল অর্জন ॥” আমি অগ্রসরি করি ভীমেরে সংহার। মজিল কৌরব সৈন্য নাহিক নিস্তার ॥ মহাবল সোঁবল ভীমের প্রতি ধায় । মহাযুদ্ধ ঘোরতর হইল তথায় ॥ : মারিলেক শক্তি ভীম সোঁবলের মাথে । সেই শক্তি সোঁবল ধরিল লামছাতে ॥ সেই শক্তি ফেলি মারে ভীমের উপরে। বাহুবিদ্ধি রথোপরে পাড়িল ভীমেরে a পুনঃ উঠি ভীমসেন বিন্ধিল সৌবলে । । মুছিত সোঁবল রাজা পড়িল ভূতলে ।