পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ഘ ৬৬২ শতাংশুশত সঙ্কাশ কাস্তিসন্তানহাসিণীং ॥ [ মহাভারত। সৰ্ব্বভূতে ভয়ঙ্কর, দেখি দিব্য মহাশয় | পড়ে মন্তবীর কর্ণ, সৈন্ত হৈল ছিমজি বেগে ধায় শব্দ ঘোরতর ॥ নিক্ষেপিয়া মহাশর, ভাবিলেন ধনুৰ্দ্ধর, পূৰ্ব্ব কথা আছয়ে স্মরণে । যদি হুই পার্থ বীর, কাটি পাড়ি কর্ণশির, নাশিব কর্ণেরে আজি রণে ॥ ছেদিব কর্ণের শির, এত বলি পার্থ বীর, মহাশর মারেন কর্ণেরে। সৰ্ব্বলোকে ভয়ঙ্কর, দেখি যেন রুদ্র শর, বেগে পড়ে কর্ণের শরীরে ॥ সন্ধ্যাকালে পড়ে কর্ণ, গগন লোহিত বর্ণ, সৰ্ব্বলোকে চাহিয়া বিস্ময় । উঠিয় গগনোপরে, প্রবেশিল দিনকরে, কর্ণের যতেক তেজচয় ॥ কৰ্ণ হৈল অপচয়, পৃথিবী কম্পিত হয়, রথ ল’য়ে গেল মন্দ্রপতি । কুরুদলে হাহাকার, সব হৈল অন্ধকার, কর্ণ বিনা কি হইবে গতি ॥ হাহু কৰ্ণ মহাবীর, মোর প্রাণের দোসর, হারাইলা ভুবন দুৰ্জ্জয়ে । এত বলি দুর্য্যোধন, শ্বাস ছাড়ে ঘনে ঘন, কুরুবল ভঙ্গ দিল ভয়ে ॥ ভীম করে সিংহনাদ, শুনি জয় জয় বাদ, বিত্ত্বয় দুন্দুভি বাজে দলে । সৰ্ব্ব সেনাপতিগণ, আশ্বাসিয়া ঘনে ঘন, নাচে গায় সবে কুতুহলে ॥ কোপে রাজা ছুৰ্য্যোধন, আদেশিল সৈন্যগণ, কর গিয়া পাণ্ডব-সংহার । যুদ্ধ করি সর্বজন, কৃষ্ণাৰ্জ্জুন দুইজন, বিনাশিতে করহ বিচার ॥ রাজার আদেশ পেয়ে, সৈন্যগণ গেল ধেয়ে, - সাগর কল্লোল শব্দ ক’রে । গদাঘাতে বৃকোদর, ক্রোধে অতি ভয়ঙ্কর, ক্ষণমাত্রে বহু সৈন্তে মারে । আপনি নৃপতি সাজে, নিষেধিল শল্যরাজে, আজি ক্ষমা কর নরবর ॥. নাহি হয় যুদ্ধ অবসর ॥ আকুলিত কর্ণশোকে, সান্তাইল রাজলোকে শিবিরে চলিল দুৰ্য্যোধন । দেব ঋষি গেল ঘর, হরষিত পাণ্ডুৰ, শিবিরে গেলেন সৰ্ব্বজন ॥ অর্জনেরে দিয়া কোল,গোবিন্দ বলেন বোল তোমারে সদয় পুরন্দর । কাটিয়া কর্ণের শির, ত্রিভুবন মধ্যে বীর - ধন্য তুমি ভুবন ভিতর ॥ শিবিরেতে গেল সব, কর্ণ হৈল পরাভব, সবাই কহিল যুধিষ্ঠিরে । কর্ণের মরণ শুনি, আনন্দিত নৃপমণি, প্রশংসা করিল অর্জনেরে ॥ রথে চড়ি যুধিষ্ঠির, দেখিলেন কর্ণবীয়, পুত্ৰ সনে পড়িয়াছে রণে । চন্দ্রসনে যেন ভানু, তেজে যেন বৃহদ্ভানু, বার বার দেখেন নয়নে ॥ কৃষ্ণেরে করেন স্তুতি, যুধিষ্ঠির নরপতি, আজি মম স্থখী হৈল মন । তুমি যার স্থসারথি, ভাগ্যবান সেই রধ, জিনিতে পারয়ে ত্রিভুবন ॥ আজি আমি রাজ্য পাব,আজি নরপতি হৰ, আজি সে সফল পরিশ্রম । কর্ণবীর মহাবল, পড়িল অবনীতল, সংগ্রামে-সাক্ষাৎ ছিল যম ॥ হেনমতে মনোরঙ্গে, রাজা যুধিষ্ঠির সমে, সৰ্ব্বলোক শিবিরে আইল । আনন্দিত পাণ্ডুদলে, নৃত্যগীত কুতুহলে, যে যার শিবিরে প্রবেশিল । ইহকালে শুভযোগ, পরকালে স্বৰ্গভোৰ, ভরতের পুণ্যকথা শুনি । শ্ৰেবণেস্তে পাপক্ষয়, সংগ্রামে বিজয় ইষ্ট কাশীরাম বিরচিল গণি ৷ কৰ্ণপৰ্ব সমাপ্ত ।