পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গদাপৰ্ব্ব । ] বিভুজাং স্বর্ণগৌরাঙ্গী পদ্মচামরধারিনীম্। Web-> - হইল বশিষ্ঠ তীর্থ ইহার আখ্যান । এই পুণ্যজলে যেই করে স্নানদান ॥ ব্ৰহ্মহত্যা স্বরাপান করে যেই জন । মিত্রদ্রোহ করে যেই স্থাপিত হরণ ॥ গুরুদারা হরে যেই পাপিষ্ঠ দুৰ্ম্মতি । কোনকালে নাহি তার পরলোকে গতি ॥ ইত্যাদি পাতকী যদি এতে করে স্নান । সৰ্ব্বপাপ নষ্ট হয় ইথে নাহি আন ॥ কোটি কোটি জন্মপাপ খণ্ডয়ে প্রসঙ্গে । ইহা কহি গেলেন স্বস্থানে হর রঙ্গে ॥ .শুনিয়া নিরক্ত হৈল সরস্বতী জল । হাহাকার করি এল রাক্ষস সকল ॥ মুনিগণে আসিয়া কৈল ক্রোধবাণী । আমাদের ভক্ষ্য কেন করিয়াছ হানি ॥ ঃখ পাব মোরা সব আহার লাগিয়া । তপোবনে তোমা সবে খাইব ধরিয়া ॥ নতুবা আমার ভক্ষ্য করি দেহ মুনি । অকাৰ্য্য হইবে পাছে বলি হিতবাণী ॥ রাক্ষস সকল শুন কহে মুনিগণ । আজি হৈতে ভক্ষ্য তব হৈল নিরূপণ । যজ্ঞশেষ দ্রব্য যত উদ্ভূত হইবে । সে সকল দ্রব্য সব তোমরা খাইবে ॥ " প্যুষিত অন্ন, হাড়ি মধ্যে যাহা রাখে। সেই সব ভক্ষ্য হৈল খাও গিয়া হখে । এত বলি মুনিগণ হৈল অন্তৰ্দ্ধান । মাক্ষস সকল গেল নিজ নিজ স্থান ॥ তথা উত্তরিয়া রাম করিলেক স্নান । দ্বিজগণে ভুঞ্জাইয়া দিল বহু দান ॥ শারপে দ্বিজেরে করেন পরিতোষ । অনিয়া ত জন্মেজয় পাইল সন্তোষ ॥ ভারতের পুণ্যকথা সমান পীযুষ । । *ীরাম কহে নর হয় নিষ্কলুষ । গোমতীর্থ প্রস্তাৰে কাপ্তিকের জন্মকথা । কছেন বৈশম্পায়ন শুন একমনে। ‘শামতীর্থে রাম চলিলেন পৰ্য্যটনে । তথা গিয়া স্নানদান করে বহুতর । বসন কাঞ্চন গাভী দিলেন বিস্তর ॥ জন্মেজয় কহু তপোধন । সোমতীর্থ নাম হৈল কিসের কারণ ॥ মুনি বলে কহিব পুরাণ ইতিহাস । একমনে শুন রাজা করিয়া বিশ্বাস ॥ পূৰ্ব্বকালে শিব দুর্গ কৈলাস শিখরে। অত্যন্ত আকুল-চিত্ত শয়ন-মন্দিরে ॥ বহুকাল দুইজনে হয় রতিরঙ্গ । বিপরীত প্রেম বাড়ে নাহি হয় ভঙ্গ ॥ মহেশের বীর্য্য যে পড়িল হেনকালে । অসহ দেখিয়া গৌরী ফেলে গঙ্গাজলে ॥ সহিতে নারিল গঙ্গ। শিববীৰ্য্য তাপ । অকস্মাৎ তাহার হৃদয়ে হৈল র্কাপ । গঙ্গা ভাড়াইয়া ল’য়ে শরমুলে ফেলে। ষড় মুখ কুমার তাহে জন্মিল স্বকালে ৷ রোহিণী প্রভৃতি যে চন্দ্রের ছয় নারী । উত্তম কুমার দেখি নিল কোলে করি ॥ সমান ধারাতে স্তন দিল ছয় মুখে । কাত্তিক বলিয়া নাম রাখিলেন হখে ॥ কৃত্তিক তাহারে অগ্রে কোলে করেছিল । এই হেতু কাৰ্ত্তিক তাহার নাম হৈল ॥ মহাবলবান শিশু শিবের কুমার। দেবগণ আসিলেন র্তারে দেখিবার ॥ দেখিয়া সস্তুষ্ট হৈল যত দেবগণ । , হেনকালে শিৰে কহে সহস্ৰলোচন ॥ দেবসেনা কন্যা আছে পরমা হন্দরী । কাৰ্ত্তিকে বিবাহ দিব কহ ত্রিপুরারি ॥ দেবসেনাপতি নাম হইৰে ইহার । তারকাদি অনুরেরে করিলে সংহার ॥ অনুমতি দেন হর হয়ে হৃষ্টমন । কাৰ্ত্তিকের অধীন হইল দেবসন ॥ দেবসেনাপতি করি করিল বরুণ । নানা অস্ত্ৰ আনি তারে দিল দেবগণ ॥ কীৰ্ত্তিক হইল যদি দেব সেনাপতি । হইলেন দেৰগণ আনন্দিত মতি ।