পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৬৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

র হরিবে দ্বাদশ বৎসর যাবে বন । জ্ঞাত বৎসর এক কৈল নিরূপণ ॥ জ্ঞাকারী পাশ যেই ছিল শকুনির । সই পণে হারিলেন রাজা যুধিষ্ঠির । দশ বৎসর বনে ভ্ৰমিয়া পাণ্ডব । ত দুঃখ পায় বনে কি বলিব সব ॥ ঞ্চিলেন অজ্ঞাত বৎসর মংস্যদেশে । অজ্ঞাতে উদ্ধার হৈল উপায় বিশেষে। যুধিষ্ঠির চাহিলেন স্বীয় রাজ্যভার । কদাচিত রাজ্য নাহি দিল দুরাচার ॥ দৃত হয়ে যাইলাম যথা দুৰ্য্যোধন । আমারে রাখিতে চাহে করিয়া বন্ধন ॥ কটুম্বাক্য আমারে কহিল দুৰ্য্যোধন । বিনা যুদ্ধে রাজ্য নাহি দিব কদাচন ॥ তবে সে হইল নাথ যুদ্ধ সমাবেশ । যুদ্ধে রাজগণ সব হইল নিঃশেষ ॥ মম অপরাধ এতে কি হৈল গোসাই । দুৰ্য্যোধন তুল্য দুষ্ট পৃথিবীতে নাই ॥ উহাকে করহ শান্ত রেবতীরমণ। তব প্রিয় শিষ্য বটে রাজা দুৰ্য্যোধন ॥ যুধিষ্ঠর এক্ষণে চাহেন পঞ্চগ্রাম । সামঞ্জস্য করিয়া আপনি দেহ রাম ॥ স্তৰ আজ্ঞা যুধিষ্ঠির না করে লঙ্ঘন । উইকে করিয়া দ্বন্দ্ব কর নিবারণ ॥ সকল গিয়াছে একা আছে দুর্য্যোধন। উঃ পঞ্চগ্রাম মাগে ধৰ্ম্মের নন্দন ॥ শুনিয়া কৃষ্ণের বাণী রোহিণী নন্দন। ইধ্যোধন প্রতি কিছু বলিল বচন ॥ শুন ভাই দুর্য্যোধন-মম হিত কথা । যুদ্ধ না করিবাভূমি শুনহ সৰ্ব্বথা ॥ b-o-b-b সৰ্ব্ব স্বষ্টিনাশ হৈল আর নাহি কেহ। যুদ্ধে কিছু কাৰ্য্য নাহি চিত্তে ক্ষম৷ দেহ ॥ হৃদ্যতা করাই তোমা পাণ্ডব সহিতে । অৰ্দ্ধ রাজ্য দেহ তুমি পাণ্ডব সম্প্রীতে ॥ এতেক কহিল যদি দেব হলধর । কতক্ষণে দুর্য্যোধন করিল উত্তর ॥ মোরে আর হিতবাণী না বল গোসাই । পাণ্ডবের সহ আর মম প্রীতি নাই। যত দুঃখ দিলাম পাণ্ডব পুত্ৰগণে । ভগ্ন স্নেহে প্রীতি আর হইবে কেমনে ॥ সৰ্ব্বদুঃখ পাণ্ডব পরিবে পাসরিতে । অভিমনু শোক না ভুলিবে কদাচিতে ॥ সপ্তরর্থী একত্র হইয়া আসি রণে। মারিনু অন্যায় যুদ্ধে শুভদ্র-নন্দনে ॥ এবে মম রাজ্যভার নাহি কিছু মনে । সৌহৃদ্য করিতে কেন বল অকারণে ॥ পুৰ্ব্বে পণ করিয়াছি সভার ভিতরে । বিনা যুদ্ধে রাজ্য নাহি দিব পাণ্ডবেরে ॥ সূচী অগ্রে যতখানি উঠিবেক ভূমি। বিনা যুদ্ধে ততখানি নাহি দিব আমি ॥ সমরে আমারে ভীম করিবে সংহার । যুধিষ্ঠির পাইবেন সব রাজ্যভার ॥ সবার ঈশ্বর হয়ে ভুঞ্জিলাম ক্ষিতি । যুদ্ধে মরি স্বর্গে গিয়া করিব বসতি ॥ রাজত্ব আমাকে আর নাহি শোভা পায়। যুদ্ধে মম প্রাণ পণ করেছি নিশ্চয় ॥ এত যদি দুৰ্য্যোধন কহিলা ভারতী । তাহারে কহিল। তবে রেবতীর পতি ॥ | | যাহা ইচ্ছা মনে হয় তাহ কর তুমি । যুদ্ধ কর দোছে দ্বারাবতী যাই আমি ॥ গোবিন্দ বলিল দেব শুনিলা আপনি । পাণ্ডবের অপরাধ শুনিলে এখনি ॥ এইক্ষণে দ্বারকা গমন যুক্তি নয় । দোহাকার গদাযুদ্ধ দেখ মহাশয় ॥ বলরাম কহিলেন শুন দামোদর। দেখিতে হইল তবে গদার সমর ॥