পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইএধর্কপৰ্ব্ব । ] Tযুগল কিশোরের ধ্যান—হেমেন্দীবরকাস্তি— Res) দ্ৰৌপদীর পঞ্চপুত্ৰ সবার জীবন। অভিমন্য মরে রণে মহাযুদ্ধ করি। নিদ্রায় কাটিল শির ড্রোণের নন্দন ॥ সেই মহাশোক আমি পাসরিতে নারি ॥ সংহতি বাহিনী যত ছিল সম্বোধিতে । দ্ৰৌপদীর পঞ্চপুত্র নিদ্রায় আছিল। সকল মারিল শেষ জান নরপতে ॥ রমণী আছিল যত যাহার সংহতি । অঙ্গ ভঙ্গ করিয়া রাখিল মারি লাথি ॥ অশ্বথাম দুৰ্ম্মতির দয়া নাছি প্রাণে । কাতরে চরণে পড়ে তবু শিরে হানে ॥ অস্ত্ৰ শস্ত্র বিবজ্জিত ছিল যত সেনা । কেহ বা শয়নে ছিল হ’য়ে অচেতন ॥ কেশে ধরি আনি ভার শির ফেলে কাটি । নিদ্রায় কাতর অতি করে ছটফটি ৷ তোমাকে কহিতে বিধি রাখিল আমায় । যে ছিল মরিল সবে শুন ধৰ্ম্মরায় ॥ শুনি রাজা ভূমিতে পড়েন অচেতনে । যেমন পড়য়ে বৃক্ষ মুলের ছেদনে ॥ সম্বিত পাইয়া রাজা করেন বিলাপ । কি করিতে কি হইল কত ছিল পাপ । এখন কি করি আর লইয়া ভুবন । সৰ্ব্ব শূন্য দেখি এবে সব অকারণ ॥ মুনিগণ সহ ভাল ছিলাম কাননে । পাপভোগ হয় মম রাজ্যের কারণে ॥ জ্ঞাতি বন্ধুগণ যত শ্বশুর মাতুল । মায়া হেতু আসি সবে হয় অনুকূল । ধৃষ্টদ্যুম্ন আদি হেন সহায় আমার । কোথায় শিখণ্ডী সখা না দেখিব আর ॥ কুটুম্ব প্রধান মম হিতকারী জন । বলিষ্ঠের শ্রেষ্ঠ ছিল দুষ্টের দমন ॥ পুত্র পৌত্র সঙ্গে করি পরম উল্লাস । আসিয়া আমার কার্ষ্যে হইল বিনাশ ॥ বুদ্ধিমন্ত মহারাজ অতুল পৌরুষে । ক্ষিতিতে প্রধান ইন্দ্র গণি যে বিশেষে ॥ সাধিয়া আপন কার্য্য স্বচ্ছন্দ শয়নে । গুরুপুত্র আসি নাশে ধৰ্ম্ম নাহি মানে ॥ লাম ধার কত রাজা করেন বিলাপ | স্বকাৰ্য্য সাধনে মম হৈল মনস্তাপ ॥ | | ! | ! ! মুঢ়মতি অশ্বথামা সবারে মারিল ॥ আমার হিতের হেতু ছিল যত জন । গৃহেতে না গেল সবে হইল নিধন ॥ জননী রমণী যারা অfছয়ে আলয় । কান্দিয়া কতেক নিন্দ করিবে আমাধু । এ সব ভাবিয়া মম স্থির নহে মন । এমন হইল দশা দৈবের ঘটন। বীরপূন্ত হইলাম নাহি কিছু সেন । বৃথা রাজ্যে কাৰ্য্য নাছি সংসার বাসন ॥ বাঞ্ছা করি পুনঃ গিয়া বনবাস করি । তপ আচরণ করি হৈয়া ব্রহ্মচারী । ভীষ্ম দ্রোণ কৃপ কৰ্ণ মন্দ্রপতি আদি । এক এক বীর জিনে পৃথিবী অবধি । সবারে করিমু জয় কৃষ্ণ সহকারে । কে জানে দুর্দশ শেষে ঘটিবে আমারে । রাজার বিলাপ শুনি কন্দে সৰ্ব্বজন । ন্দ্ৰেীপদী কান্দিয় বলে করুণ বচন ॥ পিতৃ ভ্ৰাতৃ আদি করি যত বন্ধুগণ । এককালে অকুস্মাৎ হইল নিধন ॥ শুনিয়া নিষ্ঠুর বাক্য হরিল চেতনা । মস্তক উপরে যেন পড়িল ঝনঝন ॥ উচ্চৈঃস্বরে কান্দে দেবী পড়ে অশ্রুজল । ভাই ভাই বলি কান্দে হইয়া বিকল । জয় হেন মানি চিত্তে আনন্দ বিশাল । তার বিপরীত আজি ঘটাইল কাল ৪ যেমন আনন্দ হৈল তেন নিরানন্দ । ভাবয় কি হবে এবে বিধি কৈল মন্দ ॥ এমত করিবে বিধি জানিব কেমনে । কেীরব সাহত দ্বন্দ্ব হুইল যখনে ॥ সকল করিয়া নাশ আপনি বিনাশ । পাপ রাজ্যে কাৰ্য্য নাহি যাব বনবাস ॥ উজ্জ্বল হইয়া দাপ্ত হইল নির্ববাণ । আমার বৈভব লাভ তাহার সমান ॥