পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নারীপৰ্ব্ব । ] তমুল্লসগোরিক গৌরবক্সং যোগীশ্বরং বুদ্ধমহং ভজেয়ম্ ॥ ዓ >> হাহা পুত্র দুর্য্যোধন, কোথা গেল দুঃশাসন, শোকে মম না রহে শরীর । আমারে সঞ্জয় কহু, কোথা তার পিতামহ, কোথা গেল দ্রোণ মহাবীর ॥ কোথা কৰ্ণ মহীশূর, কোথা গেল শকুনি দুৰ্ম্মতি । কুমন্ত্রণ দিল মোরে, সে কারণে পুত্র মরে, না শুনিল সুহৃদ ভারতী ॥ তুৰ্ত্তিনাদ করি বীর, ভূমেতে লোটায় শির, হাহা পুত্র দুৰ্য্যোধন করি । পড়ি আছে রাজ্যপাট, মানিক মন্দির খাট, কি হইল কুরু অধিকারী ॥ বৃদ্ধকালে পুত্ৰশোক, পড়িল অমাত্যলোক, . মরিল সুহৃদ বন্ধুজন । করপুটে ভিক্ষা করি, হইল যে দেশান্তরী, পৃথিবী করিব পর্য্যটন ॥ আগার ললাট-তটে, কুরুকুল হইবে অর্ণধার। সকল পৃথিবী শাসি, ভুঞ্জিয় বিভবরাশি, পরিচর্য্যা করিব কাহার ॥ হইলাম অতি দীন, জরাতে হারাই রাজ্যস্থথ । নয়নবিহীন তন্ত, কেমনে সহিব এত দুঃখ ॥ আমারে সে হিত কাম,প্রবোধ দিলেন রাম, তাহা অামি না ধরিনু মনে । ভূপতি-সভাতে আসি, র্তার বাক্য না শুনিলু কাণে ॥ ভীষ্মদেব কুরুগুরু, হিতকথা কহিল বিস্তর । না শুনি তাহার বোল, বিপদেদিলাম কোল, হাতে হাতে ফল পাই তার ॥ দুৰ্য্যোধন বধ ধ্বনি, দুঃশাসন মৃত্যুবাণী, কর্ণ বধ কর্ণে নাহি সয় । হৈল দ্রোণ বিনাশন, মোর বাক্য শুনহ সঞ্জয় ॥ | l রিপু দৰ্প করি দূর, । র্যার সঙ্গে ভূগুরাম, র্তাহার হইল নাশ, এ লিখন ছিল বটে, । যেন পক্ষী পক্ষহীন, । যেন তেজোহীন ভানু, । কহিল নারদ ঋষি, । মহামন্ত্রী কল্পতরু, পূর্বে করিয়াছি পাপ,সে কারণে পাইতাপ, বিচারিয়া বল তুমি মোরে । আপনার কৰ্ম্মভোগ, স্থত বন্ধু এ বিয়োগ, কৰ্ম্মবন্ধে-ভোগ সবে করে । শুনহ সঞ্জয় তুমি, ইহা নাহি জানি আমি, কথন ভীষ্মের পরাভয় । সেজনে অর্জুন মারে, একথা কহিব কারে, মনে বড় জন্মিল বিস্ময় ৷ করি রণ অবিশ্রাম, প্রশংসা করিয়া গেল ঘরে । শুনি মনে পাই ত্রাস, সঞ্জয় কহিল আলি মোরে ॥ দ্রোণ মহাবলবান, পৃথিবী না ধরে টান, র্তাহারে মারিল ধনঞ্জয় । এ বড় আশ্চৰ্য্য কথা, কাটিল কর্ণের মাথা, অর্জন করিল কুরুক্ষয় ॥ আমা হেন দুঃখী জন, নাহি দেখি ত্রিভুবন, আমার মরণ সমুচিত । শীঘ্ৰ মোরে লহ রণে, দেখাও পাণ্ডবগণে, আমি সবে মারিব নিশ্চিত ৷ ঘুড়িয়া ধনুকে বাণ, ভীমের বধিব প্রাণ, পুত্রকে সহিতে ন পারি। অৰ্জ্জুনের কাটি মাথা, ঘুচাইব মনোব্যথা, ধৰ্ম্মে দিব হস্তিনানগরী ॥ রাজার বচন শুনি, সঞ্জয় মনেতে গণি, ঘোড়হাতে করে নিবেদন । শুন শুন মহারাজ, সকলি বিধির কাজ, বুঝিয়া না বুঝ কি কারণ ॥ তোমার সমান গুণী, পৃথিবীতে নাহি শুনি, । সংসারেতে তোমার অtথ্যfন । বৃদ্ধ হৈতে বৃদ্ধোত্তম, নাহি কেহ তোম সম, নরপতি পুণ্যবান, দগ্ধ হয় মম মন, : শোঙ্কে কেন হু ও হতজ্ঞান ৷ সঞ্জয় ক্রণহার নাম, পুত্ৰশোকে ছিল সে পীড়িত । নারদের উপদেশ, পাইলেন সবিশেষ, তাহে তার হৈল সুস্থ চিত ॥