পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ግእ» 8

- --

শঙ্খচক্ৰগদাধরঃ শৃঙ্গীমৎস্যনিভোযুদ্ধ। লক্ষীবক্ষে বিরাজিতঃ, [ মহাভারত। সেই দুৰ্য্যোধন হৈল তোমার তনয় । কলি প্রবেশের অগ্ৰে শুন মহাশয় ॥ মহামহীপাল হৈল মহা ক্রোধশালী । গান্ধারী উদরে জন্মে সাক্ষাৎ যে কলি ॥ সবে হৈল দুৰ্নিবার শত সহোদর। কৰ্ণ হৈল সখা তার শকুনি বর্বর্বর ॥ ক্ষত্রিয় বিনাশ হেতু অনর্থ অঙ্কুর । শুন মহারাজ সব শোক কর দূর ॥ কৌরব পাণ্ডবে হৈল ঘোরতর রণ । কুরুক্ষেত্রে সৰ্ব্বজন হইল নিধন ॥ এই পূৰ্ব্ব কথা আমি জানাই তোমারে । এত বলি ব্যাসদেব বুঝান তাহারে ॥ হেনকালে সঞ্জয় করিয়া যোড়হাত । করি এক নিবেদন শুন নরনাথ ॥ নানাদেশ হইতে অনেক নরপতি । অভ্যথিয়া আনিলেক তোমার সন্ততি ॥ সবান্ধদে কুরুক্ষেত্রে হইল নিধন । তী সবার প্রেতকৰ্ম্ম করহ রাজন ॥ " সঞ্জয়ের বাক্যে রাজা নিশ্বাস ছাড়িল । মৃতবৎ হ’য়ে রাজা ধরণী পড়িল ॥ বিস্তর প্রবোধ তারে দেয় বার বার । রথসজ্জ করে কুরুক্ষেত্রে যাইবার ॥ ধৃতরাষ্ট্র আপনি কহিল বিদুরেরে । স্ত্রীগণে আনহ শীঘ্ৰ গিয়া অন্তঃপুরে ॥ এত বলি ধৃতরাষ্ট্র রথেতে চাপিল । স্ত্রীগণে আনিতে তবে বিস্তুর চলিল ॥ বিছর বলিল শুন গান্ধীর নন্দিনী । কুরুক্ষেত্রে যাত্রা করিলেন নৃপমণি ॥ ভীষ্ম দ্রোণাচাৰ্য্য আর কর্ণ মহাজন। শত ভাই দুৰ্য্যোধন ত্যজিল জীবন ॥ একাদশ অক্ষৌহিণী ত্যজিল পরাণ । প্ৰেতকৰ্ম্ম হেতু রাজা করিল প্রস্থান ॥ পুত্ৰশোক শুনি দেবী হইল বিমন । অন্তঃপুরে কান্দি উঠে ছিল যত জন ॥ অন্দরে উঠিল ক্ৰন্দনের কোলাহল । হার ছিড়ে বস্ত্র ছিড়ে লোটায় ভুতল ॥ কপালে কঙ্কণাঘাত শুনি গণ্ডগোল । প্রলয়কালেতে যেন জলের কল্লোল ॥ বিদুর বলেন ইহা উচিত না হয় । কুরুক্ষেত্রে চল সবে রাজার আজ্ঞায় ॥ বিদুরের বাক্য শুনি গান্ধারী তপন । বধূগণ সঙ্গে করে রথ আরোহণ ॥ ঘরে ঘরে মহাশবদ উঠিল ক্ৰন্দন । বাল বৃদ্ধ তরুণ কান্দয়ে সৰ্ব্বজন ॥ দেবগণ নাহি দেখে যে সব স্বন্দরী। রণস্থলে যায় তারা একবস্ত্র পরি ॥ সাধারণ জন সব দেখয়ে সবাকে । এড়াইতে নারে কেহ দৈবের বিপাকে ॥ সমান সকল দিন নাহি যায় কার । দেখিয়া শুনিয়া লোক না করে বিচার ॥ হ্রাস বৃদ্ধি কৌতুকাদি স্বজে নারায়ণ । দেখিয়া না মানে তাহ অতি মূঢ়জন ॥ একবস্ত্র পরিল রাজার পটেশ্বরী। পুত্ৰগণ-শোকে মুক্ত হইল কবরী ॥ শত শত দাসীগণ যার সেবা করে । সে জন পড়িয়া কান্দে ভূমির উপরে ॥ গলাগলি করি কন্দে যতেক সতিনী । আহ৷ মরি কোথা গেল কুরু নৃপমণি ॥ কেহ দুগ্ধপোষ্য শিশু ফেলাইয়া দূরে। হ নাথ হা নাথ বলি কঁদে উচ্চৈঃস্বরে ৷ মুক্তকেশে কান্দে কেহ শ্বশুরের আগে । যোড়হাত করি কেহ স্বামীদান মাগে ॥ i কেহ বলে রাজ্য দেহ পাণ্ডব-নন্দনে । কেহ বলে-কৃষ্ণ আসে তোমা বিদ্যমানে ॥

s ! r

t i i Í | কেহ বলে মিথ্যা কথা নাহিক সংগ্রাম । কৌরব পাণ্ডবে প্রীতি হ’ল পরিণাম ॥ মিথ্যা কথা কেহ কহিল রাজার গোচরে । কুশলে আছয়ে কুরু সংগ্রাম ভিতরে ॥ এত বলি নারীগণে করয়ে করুণা ৷ তা শুনি রাজার মনে লাগিল বেদন ॥ চারিভিতে বেড়িয়া বৰ্গদে যত নারী । নগরে বাহির হৈল কুরু অধিকারী ॥