পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নারীপৰ্ব্ব J . চন্দ্রশেখর শিবের ধ্যান—ৰীপিচৰ্ম্ম পরিধানং— १२१ বড় ছোট নাহি জানি মরে সর্বজন । কৰ্ম্ম অনুরূপ জান পাণ্ডুর নন্দন ॥ অস্ত্রাঘাতে মরে কেহ জলেতে ডুবিয়া । আস্ত্রাঘাতী হয় কেহ গরল খাইয়া ॥ সর্পাঘাতে মরে কেহ মরে সান্নিপাতে - শাৰ্দ্দল ভক্ষণে কেহ মাতঙ্গ হইতে ॥ যাহার যেমত কৰ্ম্ম তার সেই গতি । হেতু মাত্র মৃত্যু হয় শুন নরপতি ॥ মহাধনবান রাজা নানা ভোগ করে । শুন যুধিষ্ঠির সেই কাল পেলে মরে ॥ ভিক্ষা মাগি যেই জন খায় নিতি নিতি। কাল প্রাণ্ডে সে ও মরে শুন নরপতি ॥ নানা শাস্ত্র বিচারিয়া করয়ে বিচার । ভোগ হৈলে অন্তে মৃত্যু হয় যে তাহার ॥ স্মৃতি দুঃখী মরে চিরজীবী কেহ নয়। শুন যুধিষ্ঠির এই সৰ্ব্ব শাস্ত্রে কয় ॥ এ সব ঈশ্বর-আজ্ঞা কালে মরে প্রাণী । তুমি জ্ঞানবান কত বুঝাইব আমি ॥ নিত্য শত স্বর্ণ কেহ দ্বিজে দেয় দান । কালে তার মৃত্যু হয় না হয় এড়ান ॥ কোন কোন জন নিত্য নিত্য পাপ করে । শুন নরপতি সে ও কাল পেলে মরে ॥ কিন্তু ধৰ্ম্ম পথে প্রাণী করিবে যতন । কদাচিত পাপ পথে নাছি দিবে মন ॥ ধৰ্ম্ম কৰ্ম্ম আচরিতে বেদের বিধান । এ সব ঈশ্বর লীলা শুন সাবধান ॥ আশার কৌতুক দেখ সকল সংসার। কালেতে হরিবে সব ধৰ্ম্মের কুমার । শীত গ্রীষ্ম বর্ষ যথা হয় পরিবর্ত । সেইমত দুঃথ স্থখ কালের বিবর্ত ॥ শুন যুধিষ্ঠির কেহ কারে নাহি মানে । অগাধ সলিলে মৎস্য থাকয়ে বন্ধনে ॥ বনে চরে মৃগ, কারে না করে হিংসন । দেখহ ঈশ্বর-লীলী তাহার মরণ ॥ । ঔষধে না করে ত্রাণ জানাই তোমারে। কৰ্ম্মক্ষয় হৈলে প্রাণী অকস্মাৎ মরে । ছাওয়াল অকৰ্ম্ম থাকে বাক্য ন সরে। । | ভোগ না সমাপ্তি হৈতে কেন সেই মরে ॥ | ইথে কি তোমার, শোক কেন কর বৃথা । মনে বিচারিয়া দেখ তব পিতা কোথা ॥ | কোথা সে মান্ধাতা পৃথ্বী দিলেক দ্বিজেরে। যযাতি নহুষ কোথা শিবি নরবরে ॥ হরিশচন্দ্র রুক্সাঙ্গদ ধৰ্ম্মশীল দাত । কালেতে মরিল তাহা বল আছে কোথা ॥ ছুইখানি কাষ্ঠ স্রোতে একত্র মিলিন। পুনশ্চ বিচ্ছেদ হয় কে কোথায় রয় ॥ সেই মত জানিবা বান্ধব সমাগম । জ্ঞানবান লোকে তাহ না করয়ে ভ্ৰম ॥ নারীগণ গীতবাদ্য করে অনুক্ষণ । লজ্জাহীন হ’য়ে শেষে করয়ে ক্ৰন্দন ॥ পিতৃ মাতৃ দেখহ যতেক পরিবার । ..মনে বিচারিয়া দেখ কেহ নহে কার ॥ কত জন্ম মরণ, নির্ণয় নাহি জানি । ! জননী রমণী হয়, রমণী জননী ॥ " পুত্র হয়ে পিতা হয়, পিতা হয় পুত্র । অদ্ভুত ঈশ্বর-লীলা কৰ্ম্ম মাত্র সূত্র । r পথিক সহিত যেন পরিচয় পথে । সেইমত দিন কত থাকে এক সাথে ॥ তাহাতে বিচ্ছেদ হয় নিজকৰ্ম্ম গুণে । শোক ত্যজ যুধিষ্ঠির কিবা ভাব মনে ॥ কালে আসে কালে যায় কেহ নাহি দেখে । কোথা হ’তে আসে প্রাণী কোথা গিয়া থাকে ॥ ! ক্ষণেক সংযোগ হয় সদা বিভিন্নত । শুন যুধিষ্ঠির তুমি শোক কর বৃথা ॥ | কোথা আছিলাম পূর্বে কোথা চলি যাব । | | কে বুঝে ঈশ্বর-লীলা কাহাকে কহিৰ । | কুম্ভকার চক্ৰে যেন দিবানিশি ভ্ৰমে । সেইমত জানি বান্ধব সমাগমে । ভাস্করের গতায়াতে দিন হয় ক্ষয় । সংসার-কৰ্ম্মেতে থেকে ভৈস্য হারায় । । | তথাপি লোকের মনে নাহি হয় ভয় ॥