পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শাস্তুপকৰTT শূন্তাৎ শূন্যতরং দেবং লয়াল্লযুতরং বিভূং। ԳՖՖ ধনমদে মত্ত হয়ে বস্তু নাহি মানে । নিকটে অন্তকপুর দুর্জনে না জানে ॥ পাপ করি ধন অর্জে চুরি হিংসাবাদ । না জানে তুর্জন জন আপন প্রমাদ ॥ সৰ্ব্বত্র সমান মৃত্যু না জানে দুৰ্ম্মতি । ধৰ্ম্মশাস্ত্র মানে, যার আছে, ধৰ্ম্মে মতি ॥ অন্তকালে পাপভোগ না হয় এড়ান। যাহা করে তাহা ভুঞ্জে পাপিষ্ঠ অজ্ঞান ৷ অসরি সংসার এই শুনহ রাজন । অনিত্য শরীর নিত্য নহে ধন জন ॥ নিত্য বস্তু নারায়ণ এক সনাতন । তাহারে ভকতি কৈলে পাপ বিমোচন ॥ জন্মিলে মরণ সে অবশু পায় লোক । মহাজন তাঁহাতে না করে কোন শোক ॥ অসার সংসার দেখ রাজা যুধিষ্ঠির । শোক পরিহরি রাজা মন কর স্থির ॥ এত শুনি সবিস্ময় ধৰ্ম্মের তনয় । করাযাড়ে জিজ্ঞাসিল কহ মহাশয় ॥ মৃত্যু হেন বস্তু কেবা করিল স্বজন । পূৰ্ব্বাপর আছে কিবা ব্যাপিত ভুবন ॥ মৃত্যু বলি কোন জন এ তিন ভুবন । ছোট বড় সৰ্ব্ব জীবে করয়ে নিধন ॥ কে স্বষ্টি করিল মৃত্যু, হৈল কি কারণে। মৃত্যুতে সংসারে হরে বড় বড় জনে ॥ . যম বলে কা হারে সে ধরে কোন বেশ । কোন ব্যবসায় করে, থাকে কোন দেশ ॥ ভীষ্ম বলিলেন, বলি শুনহ রাজন । মৃত্যুর বৃত্তান্ত কথা অদ্ভুত কথন । যবে করিলেন ব্ৰহ্মা স্বষ্টির পত্তন। মৃত্যু হেন বস্তু নাছি হইল স্বজন ॥ সংসার ব্যাপিল জীবে কেহ না মরয় । পৃথিবী না সহে ভার রসাতলে যায় ॥ শুনিয়া সকল তত্ত্ব চিন্তি প্রজাপতি । স্বায়ুস্তুব নামে এক করিল উৎপত্তি ॥ স্বায়ুস্তুব পুত্ৰ হৈল রুচি মহাশয় । । ভরতাদি সপ্ত হৈল তাহার তনয় ॥ | সপ্ত পুত্রে সপ্ত দ্বীপে দিল অধিকার। জম্বুদ্বীপ মাগিলেন,ভরত-কুমার ॥ জ্যেষ্ঠপুত্রে জম্বুদ্বীপ দিল অধিকার । নাহি দিল ভরভেরে করি স্থবিচার ॥ প্লক্ষদ্বীপে অধিকার দিলেন ভরতে । না লইল অধিকার ভরত কোপেতে ॥ সন্ন্যাসী হইয়া ক্রোধে হইল বাহির । তপস্যা করিতে গেল পৰ্ব্বত মিহির । মহাতপ আরম্ভিল রুচির নন্দন । অনাহারে বাতাহারে মুদিত লোচন । এইরূপে রহে ষাটি সহস্ৰ বৎসর। তুষ্ট হয়ে ব্রহ্ম দিতে আসিলেন বর ॥ না লইল বর সেই রহিল মোনেতে । পুনঃ পুনঃ ব্রহ্ম কহিলেন বহুমতে ॥ দেখি মহাকুদ্ধ হইলেন স্থষ্টিধর । নেত্রনিলে জন্মিল অম্লর ভয়ঙ্কর ॥ সেইত অস্থর জম্বুদ্বীপেতে ব্যাপিল । সহিতে না পারি ভার পৃথিবী কঁাপিল ॥ ব্ৰহ্মারে সদনে পৃথ্বী গুহারি করিল। পৃথ্বী সন্তু ইয়। তার ভাবন হইল । চিন্তিয় গেলেন ব্ৰহ্মা যথা ভগবতী । ললাট হইতে ঘৰ্ম্ম উপজিল তথি ॥ সেই ঘৰ্ম্ম মৃত্যু নামে লভিল জনম । মহাভয়ঙ্কর মূৰ্ত্তি বড়ই বিষম ॥ ব্রহ্মারে চাহিয়া মৃত্যু বলিল বচন । আজি সৰ্ব্ব জীবে আমি করিব নিধন ॥ একজন না রাখিব পৃথিবীতে আর । ছোট বড় সৰ্ব্ব জীবে করিব সংহার ॥ এতেক বলিয়া মৃত্যু কাপে থর থর । হাসিয়া মৃত্যুকে কছিলেন স্বষ্টিধর ॥ ক্রোধ সম্বরই মৃত্যু শুনহ বচন । জম্বুদ্বীপে শীঘ্ৰগতি করহ গমন ॥ ধৰ্ম্মাধৰ্ম্ম বুঝি দণ্ড কর জাবগণে । ব্যাধিরূপ হ’য়ে কর জীবের নিধনে ॥ সৰ্ব্বত্র ব্যাপক হও বরেতে আমার । চতুর্দশ ভুবনেতে কর অধিকার ॥