পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্মশানের নিকটে আইল তপোধন। দেখিলা বসিয়া আছে প্রেত পঞ্চজন ॥ বিকৃতি আকার সব বিকৃতি বদন । লম্ব ওষ্ঠ লম্ব কেশ লম্বিত দশন ॥ স্কুল নাশ কৃপবর সদৃশ নয়ন। বিষ্ঠ মুত্র আদি যত অঙ্গেতে ভূষণ ॥ দেখিয়া বিস্ময়-চিত্ত হৈল তপোধন । জিজ্ঞাসিল কে তোমরা হও পঞ্চজন । এতেক শুনিয়া তবে মুনির বচন । কহিতে লাগিল তারা হয়ে হৃষ্টমন ॥ প্রেতকুলে জন্ম মোর অদৃষ্ট কারণ । তার কথা কহি মুনি শুন দিয়া মন ॥ নিজ কৰ্ম্মদোষে মোরা হইনু এরূপ । তুমি কেবা মহাশয় কহিবে স্বরূপ ॥ রবি চন্দ্র জিনি-কান্তি দেহের বরণ । শিরেতে পিঙ্গল জটা মহা স্বলক্ষণ ॥ মোহন মুরতি তনু জিনি নবঘন । মুখরুচি পূর্ণশশী জিনিয়া শোভন ॥ করিকর ভুজবর পঙ্কজ নয়ন । মধ্যদেশ মৃগ জিনি অতি মৃগঠন ॥ কণ্ঠ কন্তু জিনি শস্তু রক্ত পঞ্চ স্থল। রক্ত কোকনদ পদ অতি সুশীতল ॥ দ্বিজ বলে হই আমি ব্রাহ্মণ-নন্দন । কৌণ্ডিস্য আমার নাম বিখ্যাত ভুবন ॥ তীর্থযাত্রা করি আমি ভ্ৰমি এ সংসার । গয়া গঙ্গা আদি তীর্থ ভ্ৰমিক্ষু অপার ॥ জগতের হিত চিন্তি জগত নিস্তার । কহ স্বত্য পঞ্চজন কাহার কুমার ॥ কোথায় নিবাস কিবা নাম সবাকার । কি হেতু দেখি যে মূৰ্ত্তি বিকৃতি আকার ॥ এত শুনি পঞ্চ প্রেত বলয়ে বচন । অরণ্যে নিবাস করি শুন তপোধন ॥ সূচীমুখ নাম মোর কর অবগতি । শীঘ্রক ইহার নাম শুন মহামতি ॥ পযুষিত খ্যাত নাম ধরে এইজন । লেখক পাঠক নাম ধৱে ছুই জন ॥ লোহিতং দেৱদেবেশং ভাবয়েৎ সাধকোত্তমঃ ॥ ৭৬১ : এই পঞ্চজন মোরা অরণ্যেতে বসি । এত শুনি পুনরপি জিজ্ঞাগিল ঋষি ॥ এমত কুৎসিত নাম হৈল কি কারণ । কোথায় আছিল কিবা করহ ভক্ষণ ॥ সত্য করি কহ ভাষা না ভাণ্ডিহ মোরে । এত শুনি একে একে কহিল তাহারে ॥ সূচীমুখ বলে মুনি কর অবধান । অামার পাপের কথা না হয় বাখান ॥ পূৰ্ব্বেত্তে ছিলাম আমি বৈশ্বের নন্দন । মহাধনবান ছিনু শাস্ত্রে বিচক্ষণ ॥ একদিন অতিথি আইল মম ঘরে । সম্ভাষ তাহারে না করিমু অহঙ্কারে ॥ | দিব্য অন্ন উপহারে ভার্ষ্যা, পুত্ৰ লৈয়া । করিলাম ভক্ষণ অতিথিরে না দিয়া ॥. ক্ষুধায় তৃষ্ণায় সেই আকুল হইল । মম অদৃন্টের বর্শে উঠিয়া সে গেল। এই হেতু সূচীমুখ নাম যে আমার । ! প্রেতযোনি হইলাম বিখ্যাত সংসার । তদন্তরে শীঘ্রক করিল নিবেদন । আমার পাপের কথা শুন তপোধন ॥ পূৰ্ব্বজন্মে ব্যাধকুলে উৎপত্তি আমার । হীন শূদ্রজাতি ছিনু বড় ছুরাচার ॥ পর্যন্দ্রব্য পরধন করি আপহার । চুরি হিংসা করিয়া পুষিমু স্থতদার ॥ এইরূপে কত দিন কৈমু নির্ববাহন । অতিথি আইল দৈবে আমার সদন ॥ ক্ষুধাতুর হয়ে অন্ন মাগিল আমারে । ক্রোধে বহু তিরস্কার করিলাম তারে ॥ পাপিষ্ট অধম তুই বড় ছুরাচার । ! ভিক্ষণ মাগি খাও তুমি এ কোন আচার ॥ নিজ পরাক্রমে ধন করিয়া অর্জন । উদর পূরিতে নারী জীয় অকারণ ॥ এত বলি জ্যেষ্ঠপুত্রে কহিমু ক্রোধেতে । |gথাকা মারি দেহ দুষ্টে মোর বাড়ী হতে ॥ এত শুনি অতিথি হইল ক্রুদ্ধমন । | নাছি দিয়া দুষ্ট মোরে করছ তাড়ন ॥