পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৭৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, ছাগষ্ণ সাক্ষসূত্রোইগ্নিঃ সপ্তাচিঃ শক্তিধারকঃ ولايته ['मशंपछांब्रड । আমার কিঙ্কর তোর নির্ভয় অন্তরে । কার শক্তি তোলবারে হিংসা করিবারে । দূতগণ বলে আর কি কহিব কথা । দগুভগ্ন আজি হৈতে হইল সৰ্ব্বথ। ॥ আজি হৈতে জগতের হইল নিস্তার। পাপপুণ্য বিচার ঘুচিল তা সবার ॥ স্বস্বর নামেতে ব্যাধ মহা জ্বরাচার। আজি দৈবে পরলোক হইল তাহার ॥ তাহারে আনিতে মোরা করিমু গমন । পাশে বান্ধি ল’য়ে আলি করিয়া তাড়ন ॥ হেনকালে আসি দুই শিবের কিঙ্কর। পাশ হৈতে মুক্ত তারে করিল সত্ত্বর ॥. नोंनt কটুত্তর বলি আমা দুই জনে। রথে তুলি তারে ল’য়ে গেল দূতগণে ॥ এই হেতু চিত্তে দুঃখ হইল সবার। “আজি হৈতে তোমার ঘুচিল অধিকার । এত শুনি হাসি যম বলয়ে বচন । হেন কৰ্ম্ম আর না করিহ কদাচন ॥ শিব নামে রত যেই বিষ্ণুপরায়ণ । বিষ্ণু শিব সমরূপে ভাবে যেই জন ॥ ব্ৰত আচারিয়া যেবা পূজে পঞ্চানন । চতুর্দশী মহাব্ৰত যে করে সাধন ॥ ভূমিদান অন্নদান করয়ে যে জন । বিষ্ণুভক্তি করি কিবা পূজয়ে ব্রাহ্মণ । একাদশী চান্দ্রায়ণ পূর্ণিমার ব্রত । সংসারের মধ্যে নর ইহাতে যে রত ॥ তীর্থ পৰ্যটন করি পূজে দেবরাজে। বারাণসীক্ষেত্রে গিয়া যেবা প্ৰtণ ত্যজে ॥ তার’পরে অধিকার নাহিক আমার । কদাচ না যাবি তোরা তারে অনিবার । এত শুনি হৈল দূত সবিস্ময় মন । কহিনু তোমারে আমি কথা পুরাতন ॥ এত শুনি অষ্টাবক্র হন হৃষ্টমন । আশীষ করিয়া ৰূপে গেল তপোধন ॥ সেই হৈতে হৈল ঋষি শিবপরায়ণ । শিবৱতে রত হৈল অচ্যুত-মদন। . . . . . বসন্ত প্রথম ঋতু চতুর্দশী দিনে । এই উপবাস যেবা করে একমনে ॥ সৰ্ব্বকালে ফল লভে নাহিক সংশয় । শিব চতুর্দশী ব্ৰতে মহাফল পায় ॥ শান্তিপৰ্ব্ব ভারতের অপূৰ্ব্ব কথনে । কাশীদাস দেব কহে গোবিন্দ চরণে ॥ অনন্ত ব্ৰতোপাখ্যান । ভীষ্ম বলিলেন শুন রাজা যুধিষ্ঠির । শোক দূর কর রাজা চিত্ত কর স্থির ॥ আর কিছু ইতিহাস শুন দিয়া মন । অনন্ত নামেতে ব্ৰত অপূৰ্ব্ব কথন ॥ নারদের মুখে পূর্বে করিমু শ্রবণ। সেই ইতিহাস কহি শুন দিয়া মন ॥ । চিত্রাঙ্গদ নামে রাজা কৌশলেতে স্থিতি সোমবংশ চূড়ামণি মহাধৰ্ম্মে মতি ॥ শীলতায় চন্দ্ৰ যেন তেজে বৈশ্রবণ। কীৰ্ত্তি ভাগীরথ সম মহাবিচক্ষণ ॥ মন্ত্রণাতে বৃহস্পতি গুণে গুণধাম । প্রজার পালনে যেন ছিলেন শ্রীরাম ॥ অনন্ত নামেতে ব্ৰত গোবিন্দ উদেশে } ভাৰ্য্যা সহ নরবর অচিরে বিশেষে ॥ বিচিত্র মন্দির এক করিয়া রচন । লিঙ্গরূপে তাহাতে স্থাপিয়া নারায়ণ । রাজধৰ্ম্ম নিত্যকৰ্ম্ম ত্যজিয়া রাজন । আপনি হস্তেতে করে মন্দির মার্জন ॥ অনন্তরে স্নানদান করি নরবর। . নানা উপহারে পূজে দেব দামোদর ॥ পূজা শেষে করাইল ব্রাহ্মণ ভোজন । অবশেষে লইয়া কুটুম্ব পরিজন ॥ আনন্দিত হ’য়ে সবে করয়ে ভোজন । এইরূপে নিত্য নিত্য পুজে নারায়ণ ॥ বাদ্য বাজাইয়া এই জানায় সগরে । অনন্ত নামেতে ব্রত বিখ্যাত সংসারে ॥ দ্বিজ ক্ষত্র বৈশ্ব শূদ্র চতুৰ্বিবধ জন । এই ব্রত যেবা না করিবে আচরণ ;