পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশ্রমিকপর্ব। ] অদ্বৈত প্রভুর ধ্যান—ম্মরামি শ্ৰীমদদ্বৈতংশুদ্ধস্বর্ণরুচিং প্রভু, ৮৫৩ মল্লিকা মালতী যুথী জাতি নাগেশ্বর । করবী বকুল জবা রঙ্গন টগর ॥ সেউতী মাধবীলতা কুটজ কিংশুক । সেফালিকা সারি সারি দেখায় কৌতুক ॥ নব নব দলেতে পূর্ণিত ফল ফুল । তার গন্ধে মকরন্দ ধায় অলিকুল ॥ ময়ূর কোকিলগণে করে কুহুরব । झल भन्न সমীরণ বহে স্থসৌরভ ॥ বন দেখি অনিন্দিত বিছর সঞ্জয় । ছেথায় বঞ্চিব হেন চিন্তিল হৃদয় ॥ দুইখানি কুটীর রচিল সেইখানে । মুনিগণ নিবসয়ে তার সন্নিধানে ॥ সম্ভাষিয়া মুনিগণে করিয়া বিনয় । অন্ধের নিকটে গেল বিদুর সঞ্জয় ॥ পুতরাষ্ট্র গান্ধারী সহিত ভোজস্থত । সবে ল’য়ে কুটীরে আইল পুনঃ ক্ষত্ত ॥ কানন-নিবাসী যত ঋষি মুনিগণ । আইল করিতে ধৃতরাষ্ট্র সম্ভাষণ ॥ থিাবিধি সবাকারে পূজিয়া সাদরে । }রধিতে জিজ্ঞাসিল অন্ধ নৃপবরে ॥ মহামুনি ঋষিগণ ধৃতরাষ্ট্র প্রাতে । অগ্ৰিম করিয়া রহিলেন চতুৰ্ভিতে ॥ দেখিয়া পাইল প্রীতি অন্ধ নরবরে । গাচৰ্য্য আচরিল শুদ্ধ কলেবরে ॥ নকটে জাহ্নবী নীরে স্নান দান করি । ছামকৰ্ম্ম সমাপিয়া কুরু অধিকারী ॥ গুইমধ্যে কুশাসন করিয়া স্থাপন । বর্বযুখে বসিলেন করি যোগাসন ॥ দিয়ে পরম পদ চিন্তিয়া সাদরে । স্ত্র জপ করে অন্ধ ভক্তি পুরঃসরে ॥ নকটে বিস্তুর আর সঞ্জয় সুমতি । গিাসন করি দোহে করিলেন স্থিতি ॥ ইরূপে সকলে বসিল যোগাসনে । ত্র ধ্যান করি কৃষ্ণ জপেন সুক্ষণে ॥ "ণ শেষে বিস্তুর সঞ্জয় দুইজন । লি মূল আনি সবে করিল ভক্ষণ ॥ পুণ্যকথা আলাপেতে বঞ্চিয় রজনী । হেনমতে কাননে রহিল নৃপমণি ॥ মহাভারতের কথা অমৃত সমান । কাশীরাম দাস কহে শুন পুণ্যবান ॥ বনে ধৃতরাষ্টের নিকট পা গুবের আগমন । মুনি বলে শুন জন্মেজয় নরপতি । গৃহে যান ধৰ্ম্মরাজ শোকাকুল মতি ॥ ভীমাৰ্জ্জুন মাদ্রীস্থত পাঞ্চাল-কুমারা । ধৃতরাষ্ট্র বধুগণ দুঃশলা সুন্দরী ॥ শোকাকুল হয়ে সবে কান্দে সৰ্ব্বজন । রজনী দিবস শোক নহে নিবারণ ॥ না রুচে অtহার জল সদা ঝরে আণখি । শোকাকুল মন সবে হৈল বড় দুঃখী ॥ ধৰ্ম্ম অগ্ৰে কান্দি কহে মান্দ্রীর তনয় । এত দিনে মৃত্যুকাল হইল নিশ্চয় ॥ ধরিতে না পারি প্রাণ জননী বিহনে । দশদিক অন্ধকার লাগে রাত্রিদিনে ॥ ভোজন না করে অনুক্ষণ মহাশয় ; রজনী দিবস নিদ্র চক্ষে নাহি হয় ॥ এইক্ষণে যদি অামি নাহি দেখি মায় । অবশ্য মরিব দোহে কহিনু নিশ্চয় । এত বলি দুই ভাই কান্দে উচ্চৈঃস্বরে । অস্থির হইয় পড়ে ভূমির উপরে ॥ ভীমসেন অৰ্জ্জুন কান্দেন দুইজন । দ্রুপদনন্দিনী কৃষ্ণ কান্দে অনুক্ষণ । ধৃতরাষ্ট্র-বধূগণ করে হাহাকার । রাত্রি দিন শোক বিনা অন্য নাহি আর ॥ কান্দিয়া রাজার প্রতি কহে সৰ্ব্বজন । নিশ্চয় না রহে প্রাণ শুনহ রাজন ॥ কুরুকুলনাথ অন্ধ স্বলনন্দিনী । বিছর সঞ্জয় আর কুন্তী ঠাকুরাণী ॥ র্তাহ সব বিহনে জীবন নাহি রয় । ইছার বিধান শীঘ্র কর মহাশয় ॥ এ শোক-সাগরে কেহ তিলেক না জীবে । যথা গেল অন্ধরাজ তথা যাব সবে ॥