পাতা:কাশীদাসী মহাভারত.djvu/৮৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশ্রমিকপৰ্ব্ব । ] নানাভূষণভূষিতং সমধুরং রিভ্রদঘনাভাস্বরং ; -6૧ পাণ্ডবের গতি তুমি পাণ্ডবের পতি । তোমা হৈতে পাণ্ডুকুল হইল সংহতি ॥ কুলক্ষয় হৈল দেব ম'ল সব বীর । স্মরিতে হৃদয় দহে ঝরে আণখি-নীর ॥ কেন বিধি হেন জন্ম দিয়াছিল মোরে । অপখির পুত্তলী সব গেল কোথাকাৱে ॥ সতত নয়ন মোর সেই মুখ চায় । দারুণ অন্তর দহে কি কহিব হায় ॥ বিধি বিড়ম্বিল আমা কারে দিব দোষ। শুনিয়া তোমার বাণী হইনু সন্তোষ ॥ মম সম হতভাগ্য নাহি তিন লোকে । পিতৃকুল ক্ষয় হেতু স্বজিল আমাকে ॥ ধৃষ্টদ্যুম্ব শিখণ্ডী প্রভৃতি ভ্রাতৃগণ । সবংশে মজিল পিত। পাঞ্চাল রাজন ॥ মম পঞ্চপুত্র মৈল দৈবের বিপাকে । শোকসিন্ধু মধ্যে বিধি ডুবাইল মোকে ॥ কান্দিয়া সুভদ্র কহে যুড়ি দুই কর । নিবেদন অবধান কর মুনিবর ॥ আমা হেন হতভাগ্য নাহি ত্রিভুবনে । অভিমনু্য হেন পুত্র হত হৈল রণে ॥ দ্বিতীয় কুমুদবন্ধু রূপের বর্ণনা । ধনুৰ্দ্ধর মধ্যে কেহ নাহিক তুলনা ৷ জনক অৰ্জ্জুন যার মাতুল মুরারী । জ্যেষ্ঠতাত ভীমসেন ধৰ্ম্ম অধিকারী { সব বিদ্যমানে পুত্র হইল সংহার। আম সম অভাগিনী কেবা আছে আর । মৎস্যদেশে এল পুত্র বিবাহ কারণ । পুনঃ আমা সহিত না হৈল দরশন ॥ সকলি নিরাশ বিধি করিল আমারে । কেমনে ধরিব প্রাণ এ পাপ শরীরে । কৃপার সাগর মুনি কর প্রতীকার । অভিমনু্য আমারে দেখাও একবার ॥ ধৃতরাষ্ট্র বধুগণ দুঃশলা হুন্দরী । প্ৰণমিয়া কহে কথা মুনি বরাবরি ॥ কম্পিতবদনী রামা পরিহরি লাজ । করযোড়ে কহে অবধান মুনিরাজ ॥ আমাদের পরিতাপ কর বিমোচন । স্বামী পুত্র সহিত করাও দরশন ॥ যুধিষ্ঠির বলিলেন শুন মহাশয় । কৃপায় খণ্ডাও মম মনের বিস্ময় ॥ ইষ্ট বন্ধু বান্ধব কুটুম্ব মিত্ৰগণ । ভারত-যুদ্ধেতে হত হৈল যত জন ॥ যদি পুনঃ তা সবারে দেখিব নয়নে । শোকসিন্ধু হৈতে পার হইব আপনে ॥ ভীষ্ম দ্রোণ কৰ্ণ শল্য রাজা দুৰ্য্যোধন । বিরাট দ্রুপদ আদি যত বন্ধুগণ ॥ সবার সহিত দেখা করাও আমার । তোমা বিনা এ কৰ্ম্ম করিতে শক্তি কার ॥ পূৰ্ব্বে পিতামহ-মুখে শুনিয়াছি আমি । বেদশাস্ত্র প্রকাশিতে নারায়ণ তুমি ॥ এত বলি নিবৰ্ত্তিল ধৰ্ম্মের নন্দন । নিজ নিজ কামনা কহিল সৰ্ব্বজন ॥ ক্ষণেক চিন্তিয় তবে ব্যাস তপোধন । আশ্বাসিয়া সবাকারে বলেন বচন ॥ যে বাসন করিলে আমার কাছে সবে । আজি নিশাযোগে এ বাসনা পূর্ণ হবে । হৃষ্টচিত্ত হৈল সবে মুনির বচনে । নিশ্চয় হইবে দেখা করিলেন মনে ॥ কতক্ষণে দিন যাবে হুইবে রজনী । স্বাস্তগত হৈল অনুমানি দিনমণি ॥ হেনমতে দিন গেল রজনী প্রবেশে । কুতুহুল সৰ্ব্বজন হরিষ বিশেষে ॥ করযোড়ে স্তব করে মুনির গোচর । মনের বাসনা পূর্ণ কর মুনিবর ॥ তবে সত্যবতী-সুত ব্যাস মহামুনি । অদ্ভুত র্যাহার কৰ্ম্ম কি দিব নিছনি ॥ উৰ্দ্ধদৃষ্টি করি ডাকি কহে মুনিরাজ । তুষ্ট হস্ত তুলি ডাকে যতেক সমাজ ॥ ভাষ্ম দ্রোণ কৰ্ণ বলি ডাকে মুনিবর। দুৰ্য্যোধন শল্য আদি যত ধনুৰ্দ্ধর । r i সত্বরে আইস সবে আমার বচনে । বিলম্ব না কর এস আমার এখানে ॥